ইংল্যান্ড থেকে

ছুটিতে ‘বাংলাদেশ’ সাকিব যাবেন ফ্রান্সে

স্পোর্টস রিপোর্টার, সাউদাম্পটন থেকে

২০১৯-০৬-২৫

আফগানিস্তানকে হারানো ছিল বাংলাদেশ দলের প্রত্যাশিত লক্ষ্য। সেটি হয়েছে সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামেই। ৬২ রানের হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তালিকার ৫ম স্থানে। কাল ১১ টায় টাইটনিকের বন্দর ছেড়ে যাবে বার্মিংহামে।  সেখানে ২ জুলাই মুখোমুখি হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। তবে তার আগে টাইগারদের ফের মিলেছে ৫ দিনের ছুটি।  সোমবার খেলা শেষ হতেই স্টেডিয়াম থেকে  জয়ের নায়ক সাকিব বের হয়েছেন পরিবার নিয়ে। জানা গেছে সেখান থেকেই তিনি সরাসরি চলে যাবেন লন্ডনে। অতপর যাত্রা করবেন ফ্রান্সে। এছাড়াও যেতে পারে সুইজারল্যান্ডেও। দেশ থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডারের বাবা-মা এসেছেন ইংল্যান্ডে।

রোজ বোলে বসেই দেখেছেন ছেলে অসাধরণ নৈপুন্য।  ফ্রান্সে বাবা-মাকে নিয়ে যাচ্ছেন কিনা তা জানা যায়নি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ২ দিনের ছুটি পেয়েছিলেন মাশরাফি বিন মুতর্জার দল। টনটনের মাঠে নেমেছিলেন বেশ ফুরফুরে মেজাজে। সেই ম্যাচেও ক্যারিবীয়দের উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। জানা গেছে ছুটি দিলে আছে সবার স্বাধীনতা। কেউ চাইলে অনুশীলনও করতে পারেন। সামনেই বাংলাদেশের সামনে কঠিন মিশন। সেমিফাইনাল খেলতে হলে শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারাতেই হবে। তবুও স্বপ্ন পূরণ হয় কিনা সেটিও নির্ভর করবে অন্যদের হার-জিতের সমীকরণের উপর।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status