খেলা

জাপানকে উড়িয়ে কোপা শুরু চিলির

স্পোর্টস ডেস্ক

১৯ জুন ২০১৯, বুধবার, ১০:০৫ পূর্বাহ্ন

জাপানকে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করলো গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলি। গতকাল ভোরে ব্রাজিলের সাও পাওলোতে এশিয়ার পরাশক্তি জাপানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। এনিয়ে কোপা আমেরিকায় টানা ৬ ম্যাচে অপরাজিত থাকলো চিলি (৫ জয়, ১ ড্র)। আর গত পাঁচ আসরে চারবার নিজেদের প্রথম ম্যাচে জয় পেল কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। শুধু ২০১৬ সালে অর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হেরে কোপা আসর শুরু করেছিল চিলিয়ানরা। আর কোপা আমেরিকায় টানা চার ম্যাচে কোনো গোল হজম না করার কৃত্বিত দেখালো চিলি। এদিন চিলির হয়ে গোল করেন দলের তারকা স্ট্রাইকার আলেক্সিস সানচেজ। জোড়া গোল করেন দলের আরেক তারকা এদুয়ার্দো ভার্গাস। অপর গোলটি এরিক পুলগারের।
ম্যাচের ৪১তম মিনিটে গোল করেন চিলিয়ান মিডফিল্ডার এরিক পুলগার। চার্লস আরাংগেজের ক্রস থেকে জোরালো হেডারে জাপানের জালে বল জড়ান পুলগার। ১৭ ম্যাচ আর কোপা আমেরিকায় নিজের দ্বিতীয় ম্যাচে চিলির হয়ে প্রথম গোল পেলেন পুলগার। ম্যাচের ৫৪তম  মিনিটে ইসলারের পাস থেকে  ভার্গাসের গোলে ব্যবধান দ্বিগুণ করে চিলি। ম্যাচের ৮২ মিনিটে সানচেজ চিলির স্কোর লাইন ৩-০ করেন।  আরাংগেজের পাস থেকে জাপানের জালে বল জড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড সানচেজ। এর এক মিনিটের মধ্যেই বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড  সানচেজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভার্গাস। এদিন চিলির হয়ে কোপা আমেরিকার সর্বাধিক ১২ গোল করেন ভার্গাস। আর চিলির হয়ে কোপা আমেরিকা আসরে প্রথম জোড়া অ্যাসিস্ট করলেন কার্লোস আরাংগেজ।
গত দুই আসরের (২০১৫ ও ২০১৬) ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা ঘরে তোলে চিলি। এবার তাদের সামনে টানা তৃতীয়বার কোপা আমেরিকা শিরোপা জয়ের হাতছানি। আসরে একমাত্র আর্জেন্টিনার রয়েছে টানা তিনবার শিরোপা জয়ের রেকর্ড (১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭)। আগামী ২১শে জুন ‘সি’ গ্রুপের ম্যাচে জাপানের মুখোমুখি হবে উরুগুয়ে। পরদিন চিলির বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। দুই ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status