বাংলারজমিন

সুবর্ণচরে অন্ধ বৃদ্ধকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১৯ জুন ২০১৯, বুধবার, ৯:২৮ পূর্বাহ্ন

সুবর্ণচরে অন্ধ প্রতিবন্ধী ভূমিহীন নেতা নবী চৌধুরীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টায় সুবর্ণচর উপজেলার নবী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী পেয়ারা বেগম, জামাতা বেলাল উদ্দিন, ভাতিজি শিউলি ও পূর্র্ণিমা। মানববন্ধনে বক্তারা খুনি শাহজাহান কমান্ডার, কাদের, সাইফুল, একরাম, জামাল উদ্দিন, রবি, মোস্তফা কমান্ডার, ভুট্টু, একরাম মিস্ত্রি ও বোরহান উদ্দিনসহ জড়িত সকল খুনিকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, গত ২৮শে মে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে নূর নবী (৫৮)কে বাড়িতে হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করে অভিযুক্তরা। এ সময় তার বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। খুনের ২২ দিন পার হয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি চরজব্বার থানা পুলিশ। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, খুনের পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। নিহতের ছেলে আকবর হোসেনের স্ত্রী ও ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুন নাহার অভিযোগ করে বলেন, দুপুরে হামলাকারীদের মধ্যে কয়েকজন মোটরসাইকেল নিয়ে তাদের বাড়িতে এসে ঘুরে যায়। এর কিছুক্ষণ পর শাহজাহান কমান্ডার, কাদের, সাইফুল, ফরিদ কমান্ডার, জামাল উদ্দিন, রবি, মোস্তফা কমান্ডার, ভুট্টু, একরাম মিস্ত্রি ও বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল দস্যু তাদের বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে ঘরে থাকা তার অন্ধ শ্বশুর নূর নবীকে হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আরো অভিযোগ করেন, এক সপ্তাহ আগে নিহতের বড় ছেলে জসিম উদ্দিনকে পিটিয়ে জখম করে এই হামলাকারীরা। তিনি বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জলদস্যু ও বনদস্যুরা গ্রেপ্তার হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status