বাংলারজমিন

টুকরো খবর

১৯ জুন ২০১৯, বুধবার, ৯:১০ পূর্বাহ্ন



সাংগু নদীতে গৃহিণী নিখোঁজ
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সাংগু নদীতে গোসল করতে গিয়ে এক গৃহিণী নিখোঁজ  হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের মোহাম্মদপুর নিবাসী খুরশিদা বেগম (৪০) নামে এই গৃহিণী সাংগু নদীতে গোসল করতে গেলে পা পিছলে পানিতে পড়ে যায়। এলাকাবাসী জানায়, নিখোঁজ খুরশিদা বেগম শারীরিক ও মানসিক রোগী ছিলেন। এদিকে খুরশিদা বেগম পানিতে পড়ে যাওয়ার পর স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তাকে উদ্ধারে নামে।
বড়লেখার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল ৪টি প্রতিষ্ঠানকে সাড়ে আট হাজার টাকা জরিমানা করেছেন। ভোক্তা অধিকার মৌলভীবাজার কার্যালয় সূত্র জানায় গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়কলাগাঁও বাজার, রমজানগঞ্জ বাজার, মাধবকুণ্ড রোড, মাধবকুণ্ডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
৬ নারীকে ফেরত পাঠালো বিএসএফ
স্টাফ রিপোর্টার, যশোর থেকে: ভারতে পাচার হয়ে যাওয়া ৬  বাংলাদেশি নারীকে বেনাপোল স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ। এরা হচ্ছে- আলেয়া বেগম (৫৫), ফাতেমা বেগম (৬০), চুমকী খানম (১০), সীমা আক্তার (১৯), হ্যাপী ইসলাম (১৪) ও পপি খাতুন (১৮)।  বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকি বিল্লাহ প্রত্যাবর্তনকারীদের গ্রহণ করেন। পরবর্তীতে ৬ কিশোরী ও নারীকে সংশ্লিষ্টদের অভিভাবকের উপস্থিতিতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এসময় বিজিবি’র কোম্পানি কমান্ডার, বিএসএফ এর কোম্পানি কমান্ডার, ইমিগ্রেশন পুলিশ উপস্থিত ছিলেন।
বরগুনায় স্বামীর যাবজ্জীবন
বরগুনা প্রতিনিধি: বরগুনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বরগুনা জেলার আমতলী পৌরসভার ফেরিঘাট এলাকার মো. সুলতান তালুকদারের ছেলে সেন্টু। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি মো. ইউনুসকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে: প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপরে শুল্ক বৃদ্ধির প্রতিবাদে ও দেশীয় বিড়ি শিল্পকে রক্ষার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিতে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিড়ি শ্রমিকরা।
এ সময় তারা বলেন, বহুজাতিক কোম্পানিকে সুবিধা দিতেই দেশীয় বিড়ি শিল্পকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে উল্লেখ করেন। তারা আরো বলেন, নারীসহ অসংখ্য মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে। এটি এখন কুটির শিল্পে পরিণত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু আজকে বেঁচে থাকলে বিড়ি শিল্পের সঙ্গে জড়িতরা আজকে এমন ক্ষতিগ্রস্ত হতো না। বৃটিশ টোব্যাকো কোম্পানিকে পরোক্ষভাবে সহযোগিতা করতেই বাজেটে বিড়ির ওপরে শুল্ক বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
মাধবপুরে মাদক পাচারকারী গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে টমটম দিয়ে গাঁজা পাচারের সময় ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর এলাকা থেকে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ রুবেল মিয়া (২৫) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল মিয়া উপজেলার শ্যামপুর গ্রামের শফিক মিয়ার ছেলে। মঙ্গলবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্র্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বেলঘর এলাকায় অভিযান চালিয়ে একটি টমটম আটক করে। টমটমের ভিতর থেকে ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। মাধববপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, মাধবপুরকে মাদক মুক্ত করতে আমাদের কর্ম পরিকল্পনা রয়েছে। সেই মোতাবেক আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
আড়াইহাজারে অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণের দুই দিনের মাথায় মাদরাসাছাত্রী মনি আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল নরসিংদী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। সে স্থানীয় চারগাঁও এলাকার ইদ্রিস আলীর মেয়ে এবং রসুলপুর মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। গত রোববার স্থানীয় রসুলপুর মহিলা মাদরাসায় যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়। এর আগে সোমবার অপহৃতার মা রাশিদা বেগম বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ এরই মধ্যে অপহরণে সহযোগিতার অভিযোগে স্থানীয় চারগাঁও এলাকার সফর আলী ছেলে সহোদর আনসর আলী ও মনসুর আলীকে আটক করেছে।
সাভারে ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার না লাগানোর নির্দেশ
স্টাফ রিপোর্টার, সাভার থেকে: সাভারে বিদ্যুতের ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার স্থাপন না করার জন্য জেনারেল ম্যানেজার (জিএম)কে নির্দেশ দিয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। গতকাল সাভার উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় উপস্থিত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এতে সম্মতি জ্ঞাপন করেন। রাজীব জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে জিএমকে বলা হয়েছে। ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটারে ভৌতিক বিলের ভোগান্তি ও দুর্ভোগের প্রেক্ষিতে জনগণ সাভারসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। সংযোগ না দেয়ার দাবি জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে বিদ্যুৎ অফিসে জমা দিয়েছে বিভিন্ন এলাকার মানুষ। এ অবস্থায় জিএম প্রিপেইড মিটার স্থাপনের যৌক্তিকতা সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় তাকে এ থেকে বিরত থাকতে বলা হয়েছে। এদিকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জিএম মো. হারুন জানান, প্রকল্পটি সরকারের। মঙ্গলবারের সভায় এ নিয়ে কথা হয়েছে। তবে সংযোগ না দেয়ার কোনো সুযোগ নেই। মানুষকে ভুল বোঝানোর কারণে জটিলতা সৃৃষ্টি হচ্ছে। তিনি বলেন, এই মিটার ব্যবহারে সুফল রয়েছে।

 শিগগিরই মানুষের ভুল ভেঙে যাবে। এদিকে উপজেলা চেয়ারম্যানের এমন নির্দেশনাকে স্বাগত জানিয়েছে সাভারবাসী। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্জুরুল আলম রাজীবকে সময় উপযোগী এমন সিদ্ধান্ত গ্রহণ করায় সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে জনকল্যাণে এভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status