বাংলারজমিন

মৌলভীবাজারে ২ লাখ ৭৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৯ জুন ২০১৯, বুধবার, ৮:৩৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ২ লাখ ৭৫ হাজার ৫৩ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টশন সভা সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনে অনুষ্ঠিত হয়েছে। ২২শে  জুনের ওই ক্যাম্পেইন নিয়ে গতকাল দুপুরে সিভিল সার্জন ডা. মো. শাহজাহান কবির চৌধুরীর সভাপতিত্বে ওরিয়েন্টশন সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সহসভাপতি সৈয়দ মহসীন পারভেজ, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, শাহ অলিদুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মৌলভীবাজারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর লক্ষ্যমাত্রা ২ লাখ ৭৫ হাজার ৫৩ জন।  এর মধ্যে (৬-১১) মাসের ২৯,২৩১ আর (১২-৫৯) মাসের  ২,৪৫,৮২২ জন। জেলার মোট ১,৬৪৬টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে সদর উপজেলায় ৩০৩টি, রাজনগরে ২০৩টি, কুলাউড়ায় ৩১৫টি, বড়লেখায় ২৪৫টি, জুড়ীতে ১৪৫টি, কমলগঞ্জে ২১৭টি, শ্রীমঙ্গলে ২২১টি, শ্রীমঙ্গল পৌসভায় ২১টি, মৌলভীবাজার পৌরসভায় ১৮টি ও বড়লেখা পৌরসভায় ১৯টি কেন্দ্রে ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ২২শে জুন সারা দেশের ন্যায় মৌলভীবাজারের সবক’টি উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status