বাংলারজমিন

আশুলিয়ায় মলম পার্টির ১১ সদস্য আটক

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৯ জুন ২০১৯, বুধবার, ৮:২৩ পূর্বাহ্ন

সাভারের আশুলিয়ার বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে মলম ও অজ্ঞান পার্টির ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল, চোখে লাগানোর মলম, নগদ টাকা, ছুরি উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ছিনতাই করার সময় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে র‌্যাবের একটি টহল দল। রাতেই আশুলিয়া থানায় হস্তান্তর করে আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে র‌্যাব-১।
 মামলার এজাহারভুক্ত আসামিরা হলো- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার নোকলী গ্রামের মো. আলীর ছেলে তোয়াজ আলী (৩০), টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার চাকুরিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩৫), একই জেলার নাগরপুর থানার পাহাড়পুর গ্রামের মৃত দবির খানের ছেলে মশিউর রহমান (৪৫), পার্শ্ববর্তী কেদারপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে জাকির হোসেন (৪০), নওগাঁ জেলার আত্রাই থানার হিঙরকান্দি গ্রামের শফিক প্রামাণিকের ছেলে আজিজুল ইসলাম (৩৫), কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ছোটখাটাবাড়ির মজনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৫), মাগুরা জেলার সদর থানা এলাকার মৃত শেখ শামীমের ছেলে রবিউল ইসলাম রবি (৫৫), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার শ্রীফলতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে রোমান হোসেন (২৭), একই থানার হাটুরিয়া গ্রামের মৃত রহমান আলীর ছেলে তৌফিকুল ইসলাম রানা (৩৬), শেওড়াতলী গ্রামের ইসাহাক আলীর ছেলে রাসেল হোসেন (২৭) এবং পাবনা জেলার আটঘরিয়া থানার গোপালপুর গ্রামের সামসুর রহমানের ছেলে রাসেল হোসেন হিরা। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যদের মঙ্গলবার দুপুরে র‌্যাবের দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে বিভিন্ন পরিবহনে হেলপারির পাশাপাশি ছিনতাই ও মলম লাগিয়ে মানুষের সর্বস্ব কেড়ে নেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status