দেশ বিদেশ

ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার

১৮ জুন ২০১৯, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

ঘুমের ওষুধ মেশানো আইসক্রিম খাইয়ে নিজের কন্যা শিশুকে হত্যা করেছে এক মা। তিন বছর বয়সী ওই শিশুর নাম রোজা ফারদিন। আর তার মায়ের নাম রোকসানা আক্তার। মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর মা নিজেও আত্মহত্যা করার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। নির্মম এই ঘটনাটি ঘটেছে রোববার রাত ১২টার দিকে রাজধানীর মুগদা এলাকায়। পুলিশ জানিয়েছে, রোকসানা আক্তার পরিবার নিয়ে মুগদার মানিকনগর মিয়াজান গলির একটি বাড়িতে ভাড়ায় থাকতেন। ওই দিন রাত ১২টার দিকে রোকসানা তার মেয়ে রোজাকে আইসক্রিমের সঙ্গে সেডিল ওষুধ খাইয়ে নিজেও খান। পরে আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাদেরকে মুগদা জেনারেল  হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে রোজাকে মৃত ঘোষণা করেন। শিশু রোজা ফারদিনের চাচা মো. সোহেল বলেন, তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার উত্তরপাড়া এলাকায়। রোজার বাবা মঞ্জুর হাসান এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা মানিকনগর এলাকায় থাকতেন। সোহেল বলেন, আমি মালিবাগ এলাকায় আগে থেকে থাকি। আর রোজাকে নিয়ে ভাবী একাই থাকতেন। কিন্তু রোজাকে হত্যা করে কেন তিনি নিজে আত্মহত্যা করার চেষ্টা করলেন সেটা বুঝতে পারছি না। মুগদা থানার উপ পরিদর্শক ফজল মাহমুদ বলেন, খবর পেয়ে আমরা মুগদা হাসপাতাল থেকে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। আর তার মা রোকসানা আক্তার রুমিকে হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়। ওই নারীর প্রতিবেশীরা জানিয়েছেন, কাপ আইসক্রিমের সঙ্গে ১০টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে মেয়েকে খাইয়ে রোকসানা নিজেও খান। পরে মেয়েটি অসুস্থ হয়ে কান্নাকাটি শুরু করলে তাকে কোলে নিয়ে বাইরে আসেন। এসময় রোকসানার আচরণ সন্দেহজনক ছিল। মা মেয়ের দুজনের মুখে ফেনা ছিল। পরে তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status