খেলা

নেইমারকে হুঁশিয়ারি পিএসজি মালিকের

স্পোর্টস ডেস্ক

১৮ জুন ২০১৯, মঙ্গলবার, ৯:৫১ পূর্বাহ্ন

নেইমারকে দলে ভেড়াতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছিলেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। কিন্তু গত ২ বছরে পিএসজিকে কি দিয়েছেন নেইমার? বেশিরভাগ সময়ই চোটের কারণে কাটিয়েছেন মাঠের বাইরে। সেখানেও বিভিন্ন বিতর্ক সঙ্গী হয়েছে নেইমারের। কদিন আগে নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। অবশ্য পিএসজি প্রেসিডেন্ট খেলাইফি এতদিন চুপ করে ছিলেন, নেইমারকে নিয়ে ভালো মন্দ কিছুই বলেন নি। তবে শেষ পর্যন্ত তিনিও ব্রাজিলিয়ান তারকার সমালোচনা করলেন। খেলাইফি অবশ্য নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেন নি। তবে তার মন্তব্য পরোক্ষভাবে নেইমারকেই ইঙ্গিত করে। খেলাইফি বলেন, ‘খেলোয়াড়দের আরো বেশি দিতে হবে। নিজেদের আনন্দ দেয়ার জন্য তারা এখানে আসেনি। তারা যদি নিজেদের মর্জি মতো চলতে চায় তবে দরজা খোলা আছে। আমি কোনো তারকাসুলভ আচরণ (সেলেব্রেটি বিহেভিয়ার) বরদাশত করবো না।’
চলতি বছর অনেক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ফিরতি লেগ চলাকালীন পেনাল্টি সিদ্ধান্তের ইস্যুতে রেফারিকে গালি দেন ২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। ওই ঘটনায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করে নেইমারকে। তিনি তখনো ইনজুরিতে। সুস্থ হওয়ার পর মাঠে ফিরে ফের ঝামেলা পাকান নেইমার। ফ্রেঞ্চ কাপের ফাইনালে রেনের কাছে হারের পর এক সমর্থককে ধাক্কা মেরে আরো ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হন বার্সার সাবেক এই খেলোয়াড়।  আর সর্বশেষ প্যারিসের হোটেলে ব্রাজিলিয়ান মডেল নাজিলা ত্রিনদাদ তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। এখনো তদন্ত চলছে। গত বৃহস্পতিবার নেইমারকে প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসবাদ করে ব্রাজিল পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status