খেলা

যে মাইলফলক হাতছানি দিচ্ছে সাকিবকে

স্পোর্টস ডেস্ক

১৭ জুন ২০১৯, সোমবার, ৩:০০ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। টন্টনে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এই ম্যাচে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে নতুন এক মাইলফলক স্পর্শ করার সুযোগ। বিশ্বকাপে তিন ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে করেছেন ২৬০ রান। এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ‘নম্বর ওয়ান’ অলরাউন্ডার। আর মাত্র ২৩ রান করলেই ওয়ানডে ওয়ানডে ক্যারিয়ারে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মর্যাদার ছয় হাজারি ক্লাবে ঢুকবেন বিশ্বসেরা অলরাউন্ডা।

২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সাকিবের। প্রায় ১৩ বছর দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ২০১ ম্যাচ। ৩৬.৬৬ গড়ে রান করেছেন ৫ হাজার ৯৭৭। সেঞ্চুরি ৮টি, হাফসেঞ্চুরি ৪৪টি। তার উইকেটসংখ্যা ২৫২টি।
এবারের আসরে এরই মধ্যে আরও কয়েকটি মাইলফলক ছোঁয়া হয়ে গেছে সাকিবের। বাংলাদেশের জার্সিতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলা ও দ্বিতীয় বোলার হিসেবে ২৫০ উইকেট নেওয়ার স্বাদ পেয়েছেন তিনি। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব মাহমুদুল্লাহ রিয়াদের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি কীর্তিও গড়েছেন তিনি। বল হাতে নিয়েছেন ৩ উইকেট।

ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেওয়ার পথে উরুর পেছনের দিকে চোট পেয়েছিলেন সাকিব। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। বৃষ্টির বাধায় সে ম্যাচটি অবশ্য মাঠেই গড়ায়নি। তবে আশার কথা হলো, ক্যারিবিয়ানদের মোকাবেলা করার আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status