খেলা

সংবাদ সম্মেলনে না এসে শাস্তির মুখে শ্রীলঙ্কা!

স্পোর্টস ডেস্ক

১৭ জুন ২০১৯, সোমবার, ১০:০৫ পূর্বাহ্ন

আইসিসির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে এবার ঔদ্ধত্য দেখালো শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেনি শ্রীলঙ্কা দলের কেউ! আইসিসির নিয়ম ভঙ্গ করায় এখন বড় শাস্তি অপেক্ষা করছে শ্রীলঙ্কার সামনে! দ্য ওভালে দিমুথ করুনারত্নের দল শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৮৭ রানে। তাতে সেমি ফাইনালে যাওয়ার আশা ক্ষীণই বলা চলে। নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে আইসিসি নির্ধারিত মিক্সড জোনে সংবাদ সম্মেলনে আসার কথা ছিল লঙ্কান দলের একজনকে। যখন শ্রীলঙ্কাকে এ ব্যাপারে বলা হয় তখন তারা সাফ না করে দেন আয়োজকদের! এমন আচরণে বড় ধরনের শাস্তিমূলক পদক্ষেপ অপেক্ষা করছে তাদের বিরুদ্ধে। আইসিসির এক মুখপাত্র জানিয়েছে, শ্রীলঙ্কা আমাদের না করেছে যে তারা আসবে না। আইসিসি তাদের সঙ্গে কথা বলবে।’ তার একদিন আগে আইসিসির সমালোচনায় মুখর ছিলেন লঙ্কান দলের ম্যানেজার আশান্থা ডি মেল, ‘এটা বিশ্বকাপ যেখানে দশটি দলকেই সমান চোখে দেখা উচিত।’ তিনি এ সময় আইসিসির বিরুদ্ধে পক্ষপাতেরও অভিযোগ করেন। উল্লেখ্য, বিশ্বকাপে শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের মধ্যে দুটিই বৃষ্টিতে ভেসে গেছে। বাকি তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে একটিতে জিতেছে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status