বিনোদন

চলচ্চিত্র পরিচালক সমিতিতে গল্প চিত্রনাট্য আহ্বান

স্টাফ রিপোর্টার

১৭ জুন ২০১৯, সোমবার, ৯:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মৌলিক গল্প, চিত্রনাট্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে আগ্রহী গল্পকার বা চিত্রনাট্যকারদের আগামী তিন মাস পর্যন্ত নিজের নাম, ঠিকানা, টেলিফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ গল্প বা চিত্রনাট্য এ ফোর সাইজের কাগজে টাইপকৃত অবস্থায় পরিচালক সমিতিতে জমা দিতে আহ্বান জানানো হয়েছে। অথবা পরিচালক সমিতির ই-মেইলে (নধহমষধফবংযভরষস ফরৎবপঃড়ৎংথধ@ুসধরষ.পড়স) চাইলে চিত্রনাট্য পাঠাতে পারেন। সঙ্গে ৫০০ টাকা জমা দিয়ে সমিতি থেকে একটি রশিদ সংগ্রহ করতে হবে বা ০১৭১২৯৯৯১২৮ নম্বরে বিকাশ করেও টাকা পাঠানো যাবে। ইতিমধ্যেই গুণী চিত্রনাট্যকার ছটকু আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি উপ-কমিটি করা হয়েছে। গত ১০ই জুন এ ব্যাপারে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এবং গল্প যাচাই-বাছাই উপ-কমিটির আহ্বায়ক ছটকু আহমেদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, নির্বাচিত গল্পকারকে যথাযথ সম্মানী প্রদান করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status