শেষের পাতা

মোমেন-জয়শঙ্কর বৈঠক

তিস্তা, সীমান্ত হত্যা ও রোহিঙ্গায় জোর ঢাকার, ফের আশ্বাস দিল্লির

কূটনৈতিক রিপোর্টার

১৬ জুন ২০১৯, রবিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

তাজিকিস্তানের দুশানবে’তে একটি আন্তর্জাতিক সম্মেলনের সাইড লাইনে ভারতের নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। পুনঃনির্বাচিত নরেন্দ্র মোদি সরকারের নতুন বিদেশমন্ত্রী ড. জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বৈঠক। ঢাকার আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- ওই বৈঠকে দুই দেশের বিদ্যমান গভীর হৃদ্যতাপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীদ্বয় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এটি আরো সমপ্রসারিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে  বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি দ্রুত সম্পাদন এবং সীমান্ত হত্যা বন্ধে ভারতের নয়া পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ড. মোমেন।

তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানেও দিল্লির সক্রিয় সমর্থন এবং সহযোগিতা কামনা করেন। জবাবে দিল্লির বিদেশমন্ত্রী বরাবরের মত প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করে বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সদ্ভাব ও সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার মেচিউর সেনসেটিভিটি বা পরিণত সংবেদনশীলতা প্রদর্শন করে চলেছে। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী উভয়ে ৫ম কনফারেন্স অন ইন্টার‌্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) সম্মেলনে যোগ দিতে তাজিকিস্তান সফর করছেন। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীদ্বয় বৈঠকে বসেন। বৈঠক শেষে তাৎক্ষণিক এক সচিত্র টুইট বার্তায় ভারতের বিদেশমন্ত্রী বৈঠক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। নিজের অ্যাকাউন্ট থেকে প্রচারিত টুইট বার্তায় ড. জয়শঙ্কর লিখেন, ৫ম সিআইসিএ সামিটে পৌঁছেছি এবং বৈঠক শুরু করেছি। আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে প্রথম সাক্ষাতে আমি সন্তুষ্ট। তবে বৈঠকে তাদের মধ্যে কি নিয়ে কথা হয়েছে তা বলেননি তিনি। এশিয়ায় সহযোগিতা, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে সিআইসিএ হলো একটি ফোরাম। ওই ফেরামকে ঢাকা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রতিবছরই প্রতিনিধি পাঠায়। এবারের সিআইসএ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি। বাংলাদেশের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্ধের সঙ্গে মতবিনিময় করছেন।

প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাইড লাইন বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়েছে সেগুনবাগিচা প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়- ভারতের পূর্বমুখী অর্থনৈতিক কূটনীতির গেটওয়ে বা প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশের অনন্য সম্ভাবনা ও ভূ-কৌশলগত সুবিধার কথা উল্লেখ করেছেন ড. এস. জয়শঙ্কর। এ জন্য তিনি বিমসটেককে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। বলেছেন, এটি উভয়ের জন্য মঙ্গলজনক হবে। তিনি বলেন, ভারত আঞ্চলিক সংযোগের ওপর সমধিক গুরুত্ব আরোপ করে চলেছে। বৈঠকে ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা পরিপক্ক ও প্রশংসনীয় নেতৃত্বের মাধ্যমে দুই দেশের অমীমাংসিত ও স্পর্শকাতর অনেক ইস্যুর সমাধান করে দ্বিপক্ষীয় সম্পর্ককে যে অভূতপূর্ব উচ্চতায় উন্নীত করেছেন, তা বিশ্বের অপরাপর দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। মন্ত্রী লোকসভা নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য ড. এস. জয়শংকরকে অভিনন্দন জানান।

ড. মোমেন বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগ আকর্ষণে বিদেশমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি ২০২০ সালে অনুষ্ঠেয় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এবং বাংলাদেশের ৫০ বছরপূর্তি উদযাপনে ভারতকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। নয়া পররাষ্ট্রমন্ত্রীকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। আমন্ত্রণ গ্রহণ করে দ্রুত সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন ড. জয়শঙ্কর। ’৭১-এ ভারতে শরণার্থী হিসেবে বসবাসের স্মৃতিচারণ করে ড. মোমেন মহান মুক্তি সংগ্রামে ভারতের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে দিল্লি যাওয়ার কথাও স্মরণ করেন তিনি। এ সময় ড. জয়শংকর ১৯৭১ এর ঘটনাপ্রবাহকে তার জীবনের ডিফাইনিং মুমেন্ট হিসেবে অভিহিত করে মুক্তিযুদ্ধের সুদূরপ্রসারী প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরেন। উল্লেখ্য, দিল্লির বিদেশমন্ত্রীর প্রস্তাবিত ঢাকা সফরের আলোচনার মধ্যেই দুশানবে’র বৈঠকটি হয়ে গেল। এতে মন্ত্রীর বাংলাদেশ সফর কিছুটা হলেও বিলম্বিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status