ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

বাবরের অনুপ্রেরণা কোহলি

স্পোর্টস ডেস্ক

১৬ জুন ২০১৯, রবিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমের অনুপ্রেরণা বিরাট কোহলি। ভারত-পাকিস্তানের উত্তাপের ম্যাচের আগে এমনটাই জানালেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমি কোহলির ব্যাটিং দেখি। সে যেভাবে ব্যাটিং করে সেখান থেকে শেখার চেষ্টা করি। আমি অভিজ্ঞতাসহ শিখতে চাই। এটাই আমার শেখার পদ্ধতি। আমি আমার শতভাগ চেষ্টা করি। ভারতের সেরা ব্যাটসম্যান কোহলি। আমিও সেরকম হতে চাই।’
বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোন জয় নেই পাকিস্তানের। তবে ২ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সে জয়কেই প্রেরণা মনে করেন ২৪ বছর বয়সী পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। এবার বিশ্বকাপে ভারতকে হারিয়ে চমক দেবে পাকিস্তান এমনটা আশা করেন তিনি। বাবর আজম বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। ভারতের বিপক্ষে এবারও আমরা ভালো করবো। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রায় একই দল নিয়ে আমরা মাঠে নামবো।’ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ১৮০ রানের বিশাল জয় পায় পাকিস্তান। ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে বাবর আজম বলেন, ‘আমরা এ ম্যাচের জন্য প্রস্তুত। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের চোখ থাকে এ ম্যাচের ওপর। দলের সবাই ম্যাচটি জিততে চাইবে।’
ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত পেস আক্রমণ নিয়ে ভাবছেন না বাবর। জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমারদের মোকাবিলা করতে প্রস্তুত পাকিস্তানের ব্যাটসম্যানরা। বাবর আজম বলেন, ‘ভারতের দুর্দান্ত বোলিং লাইনআপ তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা ইংল্যান্ডের ভয়ঙ্কর পেস আক্রমণের বিপক্ষে ভালো ব্যাটিং করেছি। আমরা ভারতের পেস বোলিং ভালোভাবে মোকাবিলা করতে পারবো।’ পাকিস্তানের হয়ে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন বাবর আজম। গত চার বছরে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২০১৫ থেকে এখন পর্যন্ত ৫ হাজার ২৮২ রান করেছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে তার সংগ্রহ ১১৫ রান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status