বাংলারজমিন

রাঙ্গাবালী উপজেলা নির্বাচন

শেষ মুহূর্তের প্রচারণায় ৯ প্রার্থী

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

১৬ জুন ২০১৯, রবিবার, ৯:২৩ পূর্বাহ্ন

পঞ্চমধাপে আগামী ১৮ই জুন রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রার্থীরা। সকাল হতে গভীর রাত পর্যন্ত কর্মিবাহিনী নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ, কর্মিসভাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন তারা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নিজেদের ব্যক্তি ইমেজ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকরাও তাদের প্রার্থীর ইমেজ তুলে ধরে মাইকিং করে প্রচার প্রচারণা চালাচ্ছেন। চায়ের দোকানগুলোতে জমে উঠেছে নির্বাচনী চায়ের আড্ডা। নির্বাচনকে সুষ্ঠু করতে দফায় দফায় টহল দিচ্ছেন প্রশাসন। এখনো পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। যার কারণে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রত্যাশা করছেন।
এবার রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ড. আরিফ বিন ইসলাম (আনারস) ও ডা. জহির উদ্দিন আহম্মেদ (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন- স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আবুল হোসেন আবু (তালা), স্বতন্ত্র প্রার্থী খালিদ বিন ওয়ালিদ তালুকদার (উড়োজাহাজ) ও কাওসার মৃধা (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন-  স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফেরদৌসী পারভীন (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী জেসমিন সুলতানা (হাঁস) ও মাতোয়ারা লিপি (কলস)। উল্লেখ্য, এই উপজেলায় ভোটার রয়েছেন ৭৬ হাজার ৮২৩। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৩৮৯, নারী ভোটার ৩৮ হাজার ৪৩৪। আগামী ১৮ই জুন রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়নের ৩৬টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status