বাংলারজমিন

শেরপুরে গৃহবধূ নির্যাতনের ঘটনায় ওসি প্রত্যাহার

শেরপুর প্রতিনিধি

১৬ জুন ২০১৯, রবিবার, ৯:২৩ পূর্বাহ্ন

 শেরপুরের নকলায় ডলি খানম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় কর্তব্যে অবহেলায় এবার নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। আগামী ১৮ই জুন নকলা উপজেলা নির্বাচনের পর তাকে প্রত্যাহার করা হবে। ওই ঘটনায় জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম গত শনিবার সকালে সাংবাদিকদের কাছে নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজকে প্রত্যাহারের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে একই ঘটনায় নকলা থানার এসআই ওমর ফারুককে প্রত্যাহার করে শেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এদিকে ওই চাঞ্চল্যকর মামলায় নাসিমা আক্তার নামে এজাহারনামীয় একজন আসামি ছাড়া আর কেউই গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ বলছে, মামলার পরপরই অন্যান্য আসামিরা এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে আসে। তবে এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত না করে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্টরা। উল্লেখ্য, গত ১০ই মে নকলা উপজেলার কায়দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ডলি খানম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে বর্বরোচিত নির্যাতন এবং ওই নির্যাতনে গৃহবধূর গর্ভের সন্তান নষ্টের ঘটনা ঘটে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status