অনলাইন

বাজেটকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে: দুদু

স্টাফ রিপোর্টার

১৫ জুন ২০১৯, শনিবার, ৫:৩০ পূর্বাহ্ন

প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী কৃষকদল রাজশাহী বিভাগীয় কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই বাজেট কৃষক মারার বাজেট। এই বাজেট বড়লোকদের স্বার্থ রক্ষা করার জন্য দেয়া হয়েছে। এই বাজেট গ্রহণযোগ্য নয়। সেই কারণে জনগণ এই বাজেটকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার অনির্বাচিত এবং ব্যাংক ডাকাতির সরকার। এই সরকারের ন্যূনতম অধিকার নেই বাজেট দেয়ার এবং দেশ পরিচালনা করার। এই সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করা। তিনি বলেন, বাংলাদেশের সব চেয়ে অবহেলিত এদেশের কৃষক সমাজ। অথচ এই কৃষকরাই এদেশের মানুষকে বাঁচিয়ে রাখে। দেশের অর্থনীতির চাকা তারা সচল রাখে। বর্তমানে যে বাজেট সরকার দিয়েছে তাতে কৃষকদের জন্য সব থেকে নিম্ন বরাদ্দ দেয়া হয়েছে। এই বাজেট কৃষক মারার বাজেট। তাই এই বাজেট কোনভাবেই গ্রহণযোগ্য নয়। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যা মামলায় কারাবন্দি দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হলে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। সেই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি নিন।

সাবেক এমপি নূর আফরোজ জ্যোতির সভাপতিত্বে সভায় কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, জামাল উদ্দিন খান মিলন, কেন্দ্রীয় সদস্য জিয়াউল হক পলাশ, অধ্যাপক সেলিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া রাজশাহী জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status