বাংলারজমিন

আমের লোভে শিশুর শ্লীলতাহানি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১৫ জুন ২০১৯, শনিবার, ৯:১০ পূর্বাহ্ন

 টাঙ্গাইলের সখীপুরে আম দেয়ার লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরুল ইসলাম (৫২) নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার দেওবাড়ি এলাকায় এ ঘটনায় রাতেই অভিযুক্তকে আটক করে মামলা নিয়েছে পুলিশ। শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে। সে ওই এলাকার খোরশেদুল ইসলামের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় একটি জঙ্গলের ভেতর আম গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে শিশুটিকে জড়িয়ে ধরে তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে নুরুল ইসলাম। এ সময় শিশুটি চিৎকার করলে নুরুল ইসলাম পালিয়ে যায়। মেয়ের চিৎকার শুনে তার বাবা ও মা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে। বিষয়টি থানা পুলিশকে জানালে রাতেই অভিযুক্তকে আটক করে পুলিশ। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status