বাংলারজমিন

মাগুরছড়া ট্র্যাজেডি

ক্ষতিপূরণের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

১৫ জুন ২০১৯, শনিবার, ৮:২২ পূর্বাহ্ন

জাতীয় সম্পদ রক্ষা ও মাগুরছড়া গ্যাস বিপর্যয়ে ক্ষয়ক্ষতি আদায়, ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশসহ কমলগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। ২২তম মাগুরছড়া ট্র্যাজেডি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মাগুরছড়ার গ্যাসকূপের সম্মুখে এ কর্মসূচি পালন করা হয়। পরিবেশবাদী সংগঠন জীববৈচিত্র্য রক্ষা কমিটি, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং কমলগঞ্জ উন্নয়ন পরিষদ এর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে রাস্তার দুই পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ
করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুজন কমলগঞ্জ উপজেলা শাখার সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, পাহাড় রক্ষা ও উন্নয়ন  সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ, শ্রীমঙ্গল উপজেলা  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ
সম্পাদক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক এমএ ওয়াহিদ রুলু, উদীচী শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ শাখার সহ-সভাপতি সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ আজাদ মান্না, সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া, নারীনেত্রী  শেখ মনোয়ারা, আদিবাসী নেতা এলিসন সুঙ, পাহাড়রক্ষা ও উন্নয়ন সোসাইটির মৌলভীবাজার  জেলা শাখার আহ্বায়ক বেলাল তালুকদার, সজীব দেব রায়, পাহাড়রক্ষা ও উন্নয়ন  সোসাইটির সভাপতি মোনায়েম খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অর্জুন শর্মা নিধ, কবি পলাশ দেবনাথ প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, মার্কিন কোমপানি অক্সিডেন্টালের খামখেয়ালিপনার কারণে ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়া গ্যাসকূপে গ্যাস বিস্ফোরিত হয়। তখন আগুনে পুড়ে গ্যাস, চা বাগান, বনাঞ্চল, রেলপথ, সড়কপথসহ আশপাশের ঘরবাড়ি। মারাত্মক ক্ষতি হয় পরিবেশের। কিন্তু আজো ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়নি। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে মামলা করে ক্ষতিপূরণ আদায় করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন  থেকে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পাহাড়রক্ষা ও উন্নয়ন সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখা স্মারকলিপি প্রদান করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status