বাংলারজমিন

গোপালগঞ্জে পুলিশ কনস্টেবলসহ আটক ২

গোপালগঞ্জ প্রতিনিধি

১৫ জুন ২০১৯, শনিবার, ৮:২০ পূর্বাহ্ন

গোপালগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে টুঙ্গিপাড়ার বাঁশবাড়ীয়া পুলিশ ফাঁড়ির পুলিশ কনেস্টবল ইমরান হোসেন জিতু (৯০৯) ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র বায়েজিদকে মাদকসহ গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।  বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে আটক পুলিশ কনেস্টবল ইমরান হোসেন জিতুর বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা ধানার উত্তর ডামুড্ডা গ্রামে। সে ওই গ্রামের মামুন আতশকারের ছেলে এবং গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র বায়েজিদের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট থানার চনচুনখোলা গ্রামে। সে ওই গ্রামের জাফর হোসেনের ছেলে। পুলিশের কাছে আটক পুলিশ কনেস্টবলসহ দুই জনের নামে মাদক আইনে একটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, টুঙ্গিপাড়ার বাঁশবাড়ীয়া পুলিশ ফাঁড়ির পুলিশ কনেস্টবল ইমরান হোসেন জিতু (৯০৯) ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র বায়েজিদ অজ্ঞাত কোনো জায়গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিতে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে চিকিৎসাকালীন পুলিশ কনেস্টবল ইমরান হোসেন জিতু ও বায়েজিদের কাছে গাঁজা পায়।
 এরপর পুলিশ তাদের দু-জনকে গ্রেপ্তার করে থানায় নেয়। রাত ৮টার পর থানার এসআই মো. মুকুল হোসেন আটক পুলিশ সদস্য ইমরান হোসেন জিতু ও কলেজছাত্র বায়েজিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status