বাংলারজমিন

বদরগঞ্জে পিকআপ ভ্যান ছিনতাই ১২ ঘণ্টা পর উদ্ধার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

১৫ জুন ২০১৯, শনিবার, ৮:১৯ পূর্বাহ্ন

রংপুরের বদরগঞ্জে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮-৩৯২৩) ১২ ঘণ্টা পর পীরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বদরগঞ্জ-মধ্যপাড়া সড়কের খাগড়াবন্দ ব্রিজের কাছ থেকে দুষ্কৃতকারীরা পিকআপ ভ্যানটি ছিনতাই করে। এ ঘটনায় পিকআপ ভ্যানের মালিক বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেছেন। জানা যায়, ওই পিকআপ ভ্যান মালিকের নাম শরিফুল ইসলাম। তিনি চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকতি এলাকার খালেদ আহমেদের ছেলে। তিনি বুধবার (১২ই জুন) পিকআপ ভ্যানে রংপুরের সিটিবাজারে আম নিয়ে আসেন। সেখানে আম নামিয়ে তিনি বৃহস্পতিবার রাত ২টা ৩০মিনিটে বদরগঞ্জ-মধ্যপাড়া সড়ক দিয়ে চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ভোর ৪টায় পিকআপ ভ্যানটি ওই স্থানে পৌঁছলে চালক নাজমুল হুদা দেখতে পান ব্রিজে দু’টি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ কারণে তিনি চলন্ত পিকআপ ভ্যান থামাতে বাধ্য হন।
আর পিকআপ ভ্যান থামানোর সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্রে সজ্জিত ৪/৫ জন দুষ্কৃতকারী সেখানে উঠে চালক ও মালিককে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ অর্থ এবং মোবাইল ফোন সর্বপ্রথম ছিনিয়ে নেয়। এরপর মালিক ও চালককে তাল গাছের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে রেখে পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়।  সকালে এলাকার লোকজন তাদের মুক্ত করে দিলে তারা সরাসরি বদরগঞ্জ থানায় আসে এবং পুলিশকে ঘটনার বর্ণনা দেন। এরপর বিকাল ৪টায় বদরগঞ্জ থানা পুলিশের এসআই নজরুল ইসলাম ও এসআই আনিছুর রহমান পীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পীরগঞ্জের খালাশপীরের শফিকুলের গ্যারেজ থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে। রাতে পিকআপ ভ্যানের মালিক শরিফুল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status