বাংলাদেশ কর্নার

‘আপসেট’ শুনে অবাক মাশরাফি

স্পোর্টস ডেস্ক

৪ জুন ২০১৯, মঙ্গলবার, ৯:৩৮ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। হয়েছেন ম্যাচসেরা। অর্জনও আছে বেশ কয়েকটি। তাইতো সাকিব আল হাসানের মুখে চাঁদের হাসি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অতোটা উচ্ছ্বসিত নন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজেদের ওপর অহেতুক চাপ না নিতে ম্যাচের আগের দিন অধিনায়ক বলছিলেন, এ বিশ্বকাপে তো নয়ই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ফেবারিট নয় বাংলাদেশ। সেই ‘ফেবারিট’ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের মতো বড় মঞ্চে শুরুটা হয়েছে জয় দিয়ে। এবার বাংলাদেশকে বিপজ্জনক দল বলা যায়? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠেছে বার বার। মাশরাফি তার উত্তরও দিয়েছেন সাবলিলভাবে। তবে এক বিদেশি সাংবাদিকের প্রশ্নে ‘আপসেট’ শুনে অবাক হয়েছেন টাইগার অধিনায়ক। ‘আপসেট’ শব্দটি শুনে  পাল্টা প্রশ্ন করেন মাশরাফি ‘আপনি বোঝাতে চাইছেন, এটা আপসেট ছিল?’ বিশ্ব ক্রিকেটের শীর্ষ দলগুলোকে এখন অনেকটা নিয়মিতই হারায় বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মাশরাফিরা। রোববার ওভালে ২১ রানের জয়ে ম্যাচের বেশিরভাগ জুড়েই নিয়ন্ত্রণ ছিল টাইগারদের হাতেই। তাই অধিনায়কের বিস্ময়ের কারণ ছিল বৈকি। তবে ওই সাংবাদিক তখনই নিজের প্রশ্ন আরও খোলাসা করে বললেন, না সেটা বোঝাতে চাইছি না। বলতে চাইছি, অতীতে আপনাদের এসব জয়কে আপসেট বলতো অনেকে, এখন ধারণা বদলাবে? এই প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক  জানান, চারপাশে না তাকিয়ে কেবল নিজেদের উন্নতির পথ ধরেই এগিয়ে যেতে চান তারা। মাশরাফি বলেন, ‘অবশ্যই, শতভাগ উচিত (ধারণা বদলানো)। তবে ধারণা নির্ভর করে যার যার ওপর। কে কী ভাবছে, সেটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা নিজেদের কাজে মন দিচ্ছি। আমরা যেন সেরাটা দিতে পারি। আমরা জানতাম, বিশ্বকাপে কাজটা কঠিন হবে। তাই নিজেদের পরিকল্পনায় মন দিয়েছি। লোকে যা বলবে, বলতে থাকুক। তাদের যদি আমাদেরকে ভালো না লাগে, অনেক কথাই বলবে। আমাদের সেটা ভাবার প্রয়োজন নেই। নিজেদের কাজ করতে হবে। আমি নিশ্চিত, আমাদের ক্রিকেটের খুব বড় ভক্ত তেমন কেউ নেই। তাতে আমাদের কিছু করারও নেই। আমরা কেবল আমাদের খেলায় মন দিচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status