ইংল্যান্ড থেকে

‘বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা’

স্পোর্টস ডেস্ক

২০১৯-০৬-০১

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার হারটা লজ্জারই। ওভালে ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটের সামনে স্রেফ উড়ে গেছে প্রোটিয়ারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। ফাফ দু প্লেসির দলের পেস বোলিংকে সেরা বলা যেতেই পারে। কিন্তু ইংলিশ ব্যাটসম্যানরা যেভাবে তাদের খেলেছেন, যেভাবে নাকাল করেছেন তাতে করে তাদের আত্মবিশ্বাস তলানিতে যেতেই পারে। হারটার মানসিক পীড়াও তো কম নয়। বাংলাদেশের প্রথম ম্যাচ এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। বাংলাদেশের বিপক্ষেই স্বরূপে ফিরবে দক্ষিণ আফ্রিকা এমনটাই মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারের বাজে স্মৃতি ভুলে যেতেই বলছেন সৌরভ, ‘প্রথম ম্যাচে ফল দক্ষিণ আফ্রিকার পক্ষে যায়নি। তবুও তাঁদের অবশ্যই পরবর্তী ম্যাচে স্বরূপে ফিরবে। বড় পরাজয়ের ব্যথা ভুলে তাঁদের সামনে এগিয়ে যাবে। বিশ্বকাপ জেতাটা মুখ্য নয়, জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামাটাই মূল বিষয়।’ দক্ষিণ আফ্রিকা বরাবরের মতো এবারও শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপ মিশনে এসেছে। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহিরকে নিয়ে গড়া বোলিং আক্রমণ তাদের। দক্ষিণ আফ্রিকার বিশ্বমানের ব্যাটিং লাইনআপের নামগুলোও বেশ পরিচিত সবার। ফাফ দু প্লেসি, হাশিম আমলা, এইডেন মাক্ররামরা নিজেদের দিনে প্রতিপক্ষের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন। দক্ষিণ আফ্রিকাকে নিজেদের এই শক্তির ব্যাপারটিই মনে করিয়ে দিয়েছেন সৌরভ, ‘পরের ম্যাচে নিজেদের গুছিয়ে মাঠে নামতে হবে। নিজেদের সবকিছু দিয়ে লড়তে হবে। দক্ষিণ আফ্রিকা দলে প্রতিভার কোনো কমতি নেই। রাবাদা, এনগিডি দুর্দাস্ত বোলার। ইমরান তাহির তো এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status