বিনোদন

শাকিব খানের ২০ বছর

স্টাফ রিপোর্টার

২৮ মে ২০১৯, মঙ্গলবার, ৫:২৫ পূর্বাহ্ন

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনয় ক্যারিয়ারে ২০ বছরে পূর্ণ করলেন। ১৯৯৯ সালের ২৮মে মুক্তি পেয়েছিল সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় পা রেখেছিলেন শাকিব খান। শাকিব ১৯৯৯ সালে প্রথম চুক্তিবদ্ধ হন ‘সবাইতো সুখী হতে চায়’ চলচ্চিত্রে। আফতাব খান টুলু পরিচালিত এ ছবির মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। এতে তার বিপরীতে ছিলেন আরেক নবাগতা কারিশমা শেখ। তবে এই ছবির শুটিং শেষ হওয়ার আগেই তার অন্য একটি সিনেমা মুক্তি পায়। এই দিক থেকে শাকিব খান অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর ছোট বোন ইরিন জামান। দুজনেরই এটি ছিল প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। ছবি হিসেবে ‘অনন্ত ভালোবাসা’ খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন। ২০০৬ সাল থেকে শাকিব খানের অভিনয় জীবনে নতুন বাঁক নেয়। এ বছর এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমাটি শাকিবকে আকাশচুম্বি জনপ্রিয়তা এনে দেয়। শাকিব-অপু জুটির প্রথম সিনেমা ছিল এটি। ২০০৮ সাল থেকে শাকিব খানের রাজত্বের পূর্ভাবাস মিললো। সেই বছরের ১৭ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একটা বড় ধরনের শূন্যতা তৈরি হয়। মান্নার শূন্যস্থানে শাকিব তার অবস্থান তৈরি করে নেন ভালোভাবেই। শাকিব বর্তমানে ব্যস্ত তার ঈদের ছবি নিয়ে। এবারের ঈদে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি ছবি দর্শকদের উপহার দিতে যাচ্ছেন তিনি। এসকে ফিল্মস থেকে আসছে ঈদে আসবে তার নতুন ছবি ‘পাসওয়ার্ড’। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। এ ছবিতে শাকিব খানের বিপরীতে বুবলী অভিনয় করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status