অনলাইন

কেরানীগঞ্জে আদালত স্থাপন সম্পূর্ণ অসাংবিধানিক : মওদুদ

স্টাফ রিপোর্টার

২১ মে ২০১৯, মঙ্গলবার, ২:২৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে আদালত স্থাপন সম্পূর্ণ অসাংবিধানিক। এজন্য উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সু-চিকিৎসা, নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত  পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে আইন অনুযায়ী যতটুকু করা দরকার আমরা করছি। কিন্তু সরকারের কুটকৌশলের কারণে আমরা সফল হতে পারছি না। কিন্তু তারপরেও আমাদের এই আইনী প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। কারণ শেষ পর্যন্ত আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি অর্জন করা সম্ভবপর হবে না। এটা আমরা বুঝি সবাই।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, প্রথমে চকবাজারের পরিত্যাক্ত ভবনে তাকে (খালেদা জিয়াকে) রাখা হয়েছিলো। সেখানে কোনো ধরণের সুযোগ সুবিধা ছিল না। একটা নির্জন কারাগারে বেগম জিয়া একাকী জীবনযাপন করেছেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার এই অসুস্থতার জন্য এই সরকারকেই দায়ি করি। এখন নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কেরানীগঞ্জের কারাগারে নিয়ে যাওয়া হবে। আমরা সেখানে গিয়েছিলাম, কেরানীগঞ্জে একটা উপজেলা। সেখানে  কোনো ধরনের সুযোগ-সুবিধা নাই। ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে যে পরিবেশ থাকার প্রয়োজন সে ধরণের কোনো পরিবেশ ওখানে নাই।

তিনি আরও বলেন,  কেরানীগঞ্জে আদালত স্থাপন সম্পূর্ণ সংবিধান পরিপন্থী। সংবিধানে একজন নাগরিককে সংবিধানে যে মৌলিক অধিকার দেয়া হয়েছে, সেই অধিকার লঙ্ঘন করা হয়েছে। এজন্য আমরা খুব শীঘ্রই কোর্টে কেরানীগঞ্জে আদালত স্থাপন নিয়ে চ্যালেঞ্জ করবো। এটা আমরা করতেই থাকবো। কারণ আমাদের অন্য কোনো উপায় নাই। আইন বলে যেখানে ঘটনা ঘটে, সেখানেই বিচার করতে হবে। কিন্তু সেখানে না করে কেরানীগঞ্জের করার ব্যবস্থা করা হচ্ছে।

আয়োজক সংগঠনের সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর সভাপতিত্বে মানব্বন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এড. খন্দকার মাহবুব  হোসেন, শওকত মাহমুদ, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক নেতা কাদের গনি  চৌধুরী, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status