বাংলারজমিন

চট্টগ্রাম পিসি রোড বঙ্গবন্ধু এবং এক্সেস রোড মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২১ মে ২০১৯, মঙ্গলবার, ৯:৪১ পূর্বাহ্ন

নগরীর গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে খ্যাত পোর্ট কানেকটিং রোড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আগ্রাবাদ এক্সেস রোড চসিক সাবেক মেয়র আলহাজ এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তানুযায়ী চসিক সাধারণ সভায় নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের ৫ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ এবং ১২০ ফুট প্রশস্ত নিমতলা থেকে অলংকার মোড় পর্যন্ত পোর্ট কানেকটিং জাতির জনক বঙ্গবন্ধু সড়ক এবং ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ১২০ ফুট প্রশস্ত বাদামতলী থেকে বড়পুল পর্যন্ত আগ্রাবাদ এক্সেস রোড আলহাজ এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করা হয় । এছাড়া পিসিরোড বড়পুল জংশনে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হবে । সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি মিলনায়তনে চসিক ৫ম নির্বাচিত পরিষদের ৪৬তম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ.জ.ম. নাছির উদ্দীন। সভায় চসিক প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলমসহ নগরীর সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সঞ্চালনায় ছিলেন চসিক সচিব আবু সাহেদ চৌধুরী। সভাপতির বক্তব্যে সিটি মেয়র বলেন পোর্ট কানেকটিং রোড বন্দরের সাথে সারা দেশকে যুক্ত করেছে। এই রোড বন্দরের অর্থনীতির মূল চালিকা শক্তি। আর চট্টগ্রাম বন্দর হলো দেশের অর্থনীতির প্রাণ। তাই সড়কটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের উদ্যোগ নিয়েছে চসিক। অপরদিকে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডটি প্রয়াত জননেতা তিন বারের সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ.বি.এম.মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণের কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন, তিনি ছিলেন আমাদের সকলের অভিভাবক। চট্টগ্রাম নগর শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নগর অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অনেক অবদান রয়েছে। এছাড়া সভায় অলংকার মোড় শেখ রাসেল এবং লালদীঘির ময়দানকে ৬ দফা চত্বর হিসেবে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়। এব্যাপারে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য শিগগিরই পত্র প্রেরণ করা হবে বলে সিটি মেয়র সভাকে অবহিত করেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status