বাংলারজমিন

হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

২১ মে ২০১৯, মঙ্গলবার, ৯:০৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে হঠাৎ কালবৈশাখী ঝড়ে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়াও অনেক স্থানে গাছপালা উপড়ে গেছে। উড়ে গেছে ঘরের টিন চালা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ভোরে জেলার ওপর দিয়ে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়। এ সময় হবিগঞ্জ শহর, বানিয়াচং, চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দমকা হাওয়ার সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শহরের খোয়াই নদীপাড়ে অবস্থিত বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধসে নদীতে পড়ে যায়। প্রচণ্ড ঝড়ো হাওয়ার সঙ্গে দমকা বাতাসের কারণে শহরের বেশ কিছু স্থানে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। এর মধ্যে শহরের যশের আব্দা, রেডক্রিসেন্ট ভবন, অনন্তপুর ও খোয়াই নদীপাড়ের কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে। অধিকাংশ ঘরেরই টিনে চালা উড়ে গেছে। জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঝড়ে বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি। ক্ষতিগ্রস্ত মালিকদের তালিকা প্রণয়ন করে তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status