বাংলারজমিন

পাহাড়ে ক্ষমতাসীন দলের দুই নেতাকর্মী খুন

রাঙ্গামাটি প্রতিনিধি

২১ মে ২০১৯, মঙ্গলবার, ৯:০৩ পূর্বাহ্ন

পার্বত্য জেলা বান্দরবানে এক আওয়ামী লীগ কর্মীকে হত্যার ২৪ ঘণ্টা না পেরুতেই পাহাড়ে আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের হাতে আবারো হত্যার শিকার হলো এক যুবলীগ নেতা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এবার রাঙ্গামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গাল হালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আঞ্চলিকদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা ওয়ার্ড যুবলীগের সভাপতি ক্রেহলা চিং মারমাকে গুলি করে হত্যা করেছে। গত রোববার দিবাগত রাত সোয়া এগারোটার সময় ৮নং ওয়ার্ডের নাইক্ষ্যংছড়ি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ধারণা করা হচ্ছে জেএসএস এর সন্ত্রাসীরাই তাকে হত্যা করেছে। তিনি জানান, নিহত যুবলীগ নেতা নিজ ঘরেই অবস্থান করছিল। সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় এসে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের টিম গেছে বলেও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবলীগ নেতাকে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় থেকেই মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল আঞ্চলিক সংগঠন জেএসএস নামধারী একদল সন্ত্রাসী। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় তাকে একবার অপহরণ করে নিয়ে গিয়েছিল বলেও জানিয়েছে স্থানীয় একটি সূত্র। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আশরাফ জানিয়েছেন, আমরা ঘটনাটি শুনেই ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠিয়েছি। তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জানানো যাবে। এরআগে মাত্র ২৩ ঘণ্টা আগে পার্বত্য জেলা বান্দরবানে বাসা থেকে ডেকে নিয়ে একজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, সদর উপজেলার ৫নং রাবার বাগান এলাকায় রাস্তায় একটি লাশ আছে এমন খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status