বিনোদন

নিউ ইয়র্কে মরণোত্তর সম্মাননা দেয়া হবে নায়করাজসহ চারজনকে

স্টাফ রিপোর্টার

২১ মে ২০১৯, মঙ্গলবার, ৮:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশ ও দেশীয় চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করে তুলতে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০১৮’। আগামী ১৩ই জুলাই আমেরিকার নিউ ইয়র্কের জ্যামাইকাতে অবস্থিত ইয়র্ক কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এ চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের আসরে প্রয়াত বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল তারকা নায়করাজ রাজ্জাক, সালমান শাহ, কন্ঠশিল্পী সুবীর নন্দী ও বারী সিদ্দিকীকে দেয়া হবে ‘মরণোত্তর’ সম্মাননা। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক এবং বিএনএস লজিস্টিকস্‌ এর চেয়ারম্যান আসগর হোসেন খান বাবু। তিনি গতকাল বলেন, আমাদের শোবিজের অনেক জনপ্রিয় তারকাকে এরইমধ্যে হারিয়েছি আমরা। দেশে শুধু না দেশের বাইরেও রয়েছে তাদের কোটি ভক্ত। আমরা এবারের অনুষ্ঠানে নায়করাজ রাজ্জাক, সালমান শাহ, কন্ঠশিল্পী সুবীর নন্দী ও বারী সিদ্দিকীকে
‘মরণোত্তর’ সম্মাননা জানাবো। এছাড়া জুরি বোর্ডের সদস্যরা ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০১৮’-এর জন্য বাকি মনোনয়ন প্রাপ্তদের নাম এরইমধ্যে ঘোষণা করেছেন। জুরি বোর্ডের সদস্য হিসেবে আছেন দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, সাফি উদ্দিন সাফি, কবির বকুল এবং অপূর্ব রায় (অপূর্ব-রানা)। জুরি বোর্ড সূত্রে জানা যায়, এবার আজীবন সম্মাননার জন্য মনোনয়ন পেয়েছেন চলচ্চিত্রের বিশিষ্ট দুই তারকা শাবানা এবং আলমগীর। এছাড়া ডিপজল, শাকিব খান, বুবলী, বাপ্পি, ইমন, নিরব, ববি, মাহি, গায়িকা দিনাত জাহান মুন্নী, ন্যান্‌সি, ইমরান, কনাসহ অনেকেই বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। এছাড়া এবার অনুষ্ঠানে আরো অংশ নিবেন প্রতীক হাসান, সাইমন সাদিক, মৌসুমী হামিদ, তমা মির্জা, অধরা খান, রাজ রিপা, দেবাশীষ বিশ্বাস, শান্তা জাহান, হৃদি  শেখ, লুইপাসহ অনেকেই। বাংলাদেশের বিএনএস লজিস্টিকস্‌ এবং আমেরিকার ব্যাকডিস ইনকরপোরেশন  যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status