বাংলারজমিন

নারায়ণগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২১ মে ২০১৯, মঙ্গলবার, ৮:১৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে শহরের দেওভোগ ভুঁইয়ারবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তাররা হলো- আবু সাঈদ (২৪) ও এসএম মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বী (২৬)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে এবং জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত ল্যাপটপ।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, আবু সাঈদ ২০১১ সালে ফতুল্লার আদর্শ স্কুল থেকে এসএসসি পাস করে এবং ২০১৬ নারায়ণগঞ্জ মেরিন একাডেমি থেকে মেরিন বিষয়ে ডিপ্লোমা করে। পড়াশোনার পাশাপাশি ২০১৫ সালের দিকে অনলাইনে কাপড়ের ব্যবসা শুরু করে সে। ২০১৪ সালে চরমোনাই পীরের অনুসারী ছিলেন। চরমোনাই পীরের বিভিন্ন মাহফিলে গিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। পরবর্তীতে ফেসবুকে বিভিন্ন উগ্রবাদী পোস্ট পড়ে এবং ইউটিউব দেখে উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। পরবর্তীতে কথিত বড় ভাইয়ের মাধ্যমে ২০১৬ সালে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এ যোগদান করে। আনসার আল ইসলাম এ যোগদানের পর সে সংগঠনের দাওয়াতি কাজ করত। সে ফেসবুকে ও অনলাইনের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখা পোস্ট করত এবং তা শেয়ার করে মানুষের মধ্যে পৌঁছে দিতো। র‌্যাব জানায়, ২০১৭ সালের শেষের দিকে নারায়ণগঞ্জে ডৎরঃবৎং কহড়ঃ নামক ফ্রিল্যান্সিং ব্যবসা শুরু করে আবু সাঈদ। তার ফ্রিল্যান্সিং অফিসে নিয়মিত আনসার আল ইসলামের হালাকা অনুষ্ঠিত হতো এবং এই হালাকায় নারায়ণগঞ্জ ছাড়াও আশপাশের জেলাগুলো হতে আনসার আল ইসলামের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। আবু সাঈদ নারায়ণগঞ্জের আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সমন্বয়ক হিসেবে কাজ করত। আবু সাঈদ ও এসএম মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বী দুজনের বাসা একই এলাকায় হওয়ায় আবু সাঈদের সঙ্গে তার পরিচয় হয়। তার মাধ্যমে এসএম মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বী আনসার আল ইসলামে (আনসারুল্লাাহ বাংলা টিম) যোগদান করে। সে আনসার আল ইসলামের দাওয়াত পাওয়ার পরে সংগঠনটির পক্ষে দাওয়াতি কাজ করত ও অনলাইনের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার করত বলে জানা যায়। এ ছাড়াও এসএম মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বী সংগঠনটির ইয়ানত কালেকশন করত বলে স্বীকার করেছে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status