অনলাইন

আমরণ অনশনে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক

১৯ মে ২০১৯, রবিবার, ১:৪০ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে পদবঞ্চিতরা। আজ দুপুর থেকে নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়। ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক উপ সম্পাদক আল মামুন বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে। এর আগে শনিবার রাত আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় তারা হামলার শিকার হন।

আন্দোলনকারী নেতাকর্মীদের দাবি, কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জেরে ছাত্রলীগের একটি পক্ষ তাদের ওপর হামলা চালিয়েছে। সূত্র জানায়, আহতদের অধিকাংশই পদবঞ্চিত নেতা। এছাড়া কয়েকজন নারী নেত্রীও হামলার শিখার হয়ে আহত হন।

এর আগে কমিটি নিয়ে সমস্যা সমাধানের জন্য দুই পক্ষ টিএসসিতে আলোচনায় বসে।  সেখানে হামলার ঘটনা ঘটলে আলোচনা সভা থেকে বেরিয়ে এসে টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা। সেখানে অবস্থান নিয়ে তারা অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।

আল মামুন আরও বলেন, গতকাল আমাদের ডাকা হয়েছিল আলোচনার জন্য। সেখানে হামলা করা হয়েছে। এর আগেও মধুর ক্যান্টিনে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি। অন্য কেউ আমাদের সমস্যার সমাধান করতে পারবে না। আওয়ামী লীগের অনেক নেতাকে দায়িত্ব দেয়া হয়েছিল, তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

অনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপ-স্কুলছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ আরাফাত, আইন অনুষদের সভাপতি তরিকুল হাসান শুভ, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমদাদ হোসেন সোহাগসহ অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status