অনলাইন
রপ্তানিমুখীখাতকে পোশাকখাতের মতো প্রণোদনা দেয়া হবে: সালমান এফ রহমান
অর্থনৈতিক রিপোর্টার
২০১৯-০৫-১২
সকল রপ্তানিমুখী খাতকে তৈরি পোশাক খাতের মতো আগামী বাজেটে প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আজ রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশ (পিআরআই) কনফারেন্স সেন্টারে ‘প্রতিবেশী দেশগুলোতে বিনিয়োগের সুযোগ বাড়ছে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, এ বছরই ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৬ থেকে ১২৫ এ উন্নীত হওয়ার আশা করছি। এ সময় তিনি রপ্তানি বহুমুখীকরণে সরকারের সুযোগ-সুবিধার কথাও উল্লেখ করেন।
সালমান এফ রহমান বলেন, এ বছরই ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৬ থেকে ১২৫ এ উন্নীত হওয়ার আশা করছি। এ সময় তিনি রপ্তানি বহুমুখীকরণে সরকারের সুযোগ-সুবিধার কথাও উল্লেখ করেন।