বাংলারজমিন

কুমিল্লায় সেরা ২০ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

৭ মে ২০১৯, মঙ্গলবার, ৯:২৬ পূর্বাহ্ন

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬টি জেলার ১ হাজার ৭১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে সেরা অবস্থানে রয়েছে ২০টি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে কুমিল্লা জেলার ৯টি, নোয়াখালী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি করে ৯টি ও চাঁদপুরের ২টি শিক্ষা প্রতিষ্ঠান। বোর্ড সূত্রে জানা যায়, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে কুমিল্লা মডার্ন হাইস্কুল। এ প্রতিষ্ঠান থেকে সর্বাধিক ৪২৬ জন জিপিএ-৫ অর্জন করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে শতভাগ উত্তীর্ণ কুমিল্লা জিলা স্কুল, এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৩৯ জন। তৃতীয় অবস্থানে রয়েছে শতভাগ উত্তীর্ণ নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে ২৮৮ জন জিপিএ-৫ পেয়েছে। চতুর্থ অবস্থানে থাকা নগরীর ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭৯ জন, ৫ম- শতভাগ উত্তীর্ণ ইস্পাহানী পাবলিক স্কুল এণ্ড কলেজ থেকে ২৪৭ জন, ৬ষ্ঠ- শতভাগ উত্তীর্ণ নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন, ৭ম- নোয়াখালী জিলা স্কুল থেকে ১৫৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। ৮ম- ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪২ জন, ৯ম- চাঁদপুর সদরের আল-আমিন একাডেমীর ১৪০ জন, ১০ম- শতভাগ উত্তীর্ণ ফেনী সরকারি পাইলট হাইস্কুলের ১৩০ জন, ১১তম- শতভাগ উত্তীর্ণ ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২৯ জন, ১২তম- শতভাগ উত্তীর্ণ চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৬ জন, ১৩তম ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৯ জন, ১৪তম- ব্রাহ্মণবাড়িয়ার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৬ জন, ১৫তম- কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর এস.এ হাইস্কুলের ৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। ১৬তম- শতভাগ উত্তীর্ণ কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইস্কুল থেকে ৭৩ জন, ১৭তম- শতভাগ উত্তীর্ণ কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ থেকে ৭২ জন, ১৮তম- চাঁদপুরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৭ জন, ১৯তম- শতভাগ উত্তীর্ণ নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬১ জন এবং ২০তম- শতভাগ উত্তীর্ণ কুমিল্লা সেনানিবাস পর্ষদ গার্লস হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status