বিনোদন
বর্ণাঢ্য আয়োজনে বাচসাস সুবর্ণজয়ন্তী উৎসব ও চলচ্চিত্র পুরস্কার
স্টাফ রিপোর্টার
২০১৯-০৪-০৭
পুরস্কার প্রদান, সেমিনার, প্রীতি বিতর্ক, চলচ্চিত্র প্রদর্শনী, পোস্টার প্রদর্শনী, স্মারক মগ ও স্যুভেনির উন্মোচনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত আর্কাইভ ভবন মিলনায়তনে সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। সন্ধ্যায় বসে ২০১৪-২০১৮ এই পাঁচ বছরের পুরস্কার বিতরণের ৩৯তম আসর। কিউট নিবেদিত এ অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক নানা আয়োজন। অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের হাতে বাচসাস পুরস্কার তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সংগঠনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। চলচ্চিত্র, টিভি ও সংগীত তারকাদের মিলনমেলায় প্রাণের সঞ্চার ঘটে বাচসাস-এর এই বর্ণাঢ্য আয়োজনে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর প্রমুখ। কোরিওগ্রাফি করেন তানজিল। সুবর্ণজয়ন্তীর এ আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয় চিত্রনায়ক আলমগীরকে।
এছাড়া চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সৈয়দ হাসান ইমাম (অভিনয় ও নির্মাণ), কোহিনুর আখতার সুচন্দা (অভিনয়), সাবিনা ইয়াসমিন (সংগীত), মীর্জা আবদুল খালেক (প্রদর্শক) ও ফরিদুর রেজা সাগর (প্রযোজক) এই পাঁচজনকে প্রদান করা হয় ইমেরিটাস অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমা থেকে নানা শাখায় বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। এসবের মধ্যে রয়েছে ২০১৪ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র দেশা: দ্য লিডার, পরিচালক সৈকত নাসির (দেশা: দ্য লিডার), সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন (স্বপ্ন ছোঁয়া), গায়ক বেলাল খান (অল্প অল্প প্রেমের গল্প), গায়িকা লেমিস (অগ্নি), চলচ্চিত্রগ্রাহক চন্দন রায় চৌধুরী (দেশা: দ্য লিডার), অভিনেতা (পার্শ্ব চরিত্রে) তারিক আনাম খান (দেশা: দ্য লিডার), অভিনেতা ফেরদৌস (এক কাপ চা), অভিনেত্রী মাহিয়া মাহি (দেশা: দ্য লিডার)। ২০১৫ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র পদ্ম পাতার জল, পরিচালক মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন), সংগীত পরিচালক শওকত আলী ইমন (ব্ল্যাক মানি), গায়ক আসিফ আকবর (পদ্ম পাতার জল), গায়িকা এলিটা করিম (পদ্ম পাতার জল), চলচ্চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল), অভিনেতা (পার্শ্ব চরিত্রে) সাদেক বাচ্চু (লাভ ম্যারেজ), অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে ) জ্যোতিকা জ্যোতি (অনিল বাগচীর একদিন), অভিনেতা আরেফিন শুভ (ছুঁয়ে দিলে মন), অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম (পদ্ম পাতার জল)। ২০১৬ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র অজ্ঞাতনামা, পরিচালক তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা), সংগীত পরিচালক পিন্টু ঘোষ (অজ্ঞাতনামা), গায়ক ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা), গায়িকা সিঁথি সাহা (ভোলাত যায় না তারে), চলচ্চিত্রগ্রাহক রাশেদ জামান চৌধুরী (আয়নাবাজি), অভিনেতা (পার্শ্ব চরিত্রে) ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা), অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে) মৌসুমী হামিদ (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২), অভিনেতা চঞ্চল চৌধুরী (আয়নাবাজি), অভিনেত্রী নাবিলা (আয়নাবাজি), জুরি বোর্ডের বিশেষ পুরস্কার কুমার বিশ্বজিৎ(সংগীত শিল্পী ও সংগীত পরিচালক-সারাংশে তুমি)। ২০১৭ বিজয়ী শ্রেষ্ঠ
চলচ্চিত্র রাজনীতি ও ঢাকা অ্যাটাক, পরিচালক হাসিবুর রেজা কল্লোল (সত্তা), সংগীত পরিচালক বাপ্পা মজুমদার (সত্তা), গায়ক জেমস (সত্তা), গায়িকা মমতাজ (সত্তা), চলচ্চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু (রাজনীতি), অভিনেতা (পার্শ্ব চরিত্রে) আনিসুর রহমান মিলন (রাজনীতি), অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে) রুনা খান (হালদা), অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে) নাসরিন (সত্তা), অভিনেতা শাকিব খান
(সত্তা), অভিনেত্রী তিশা (হালদা), অভিনেত্রী অপু বিশ্বাস (রাজনীতি)। ২০১৮ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র দেবী, পরিচালক অনম বিশ্বাস (দেবী), গায়ক ইমরান (নায়ক), গায়িকা আঁখি আলমগীর (একটি সিনেমার গল্প), চলচিত্রগ্রাহক সাইফুল শাহীন (পোড়ামন-২), অভিনেতা (পার্শ্ব চরিত্রে) মিশা সওদাগর (জান্নাত), অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে) শবনম ফারিয়া (দেবী), অভিনেতা সিয়াম (দহন), অভিনেত্রী জয়া আহসান (দেবী)। জুরি বোর্ডের বিশেষ পুরস্কার পুজা চেরী (নবাগত নায়িকা)।

এছাড়া চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সৈয়দ হাসান ইমাম (অভিনয় ও নির্মাণ), কোহিনুর আখতার সুচন্দা (অভিনয়), সাবিনা ইয়াসমিন (সংগীত), মীর্জা আবদুল খালেক (প্রদর্শক) ও ফরিদুর রেজা সাগর (প্রযোজক) এই পাঁচজনকে প্রদান করা হয় ইমেরিটাস অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমা থেকে নানা শাখায় বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। এসবের মধ্যে রয়েছে ২০১৪ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র দেশা: দ্য লিডার, পরিচালক সৈকত নাসির (দেশা: দ্য লিডার), সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন (স্বপ্ন ছোঁয়া), গায়ক বেলাল খান (অল্প অল্প প্রেমের গল্প), গায়িকা লেমিস (অগ্নি), চলচ্চিত্রগ্রাহক চন্দন রায় চৌধুরী (দেশা: দ্য লিডার), অভিনেতা (পার্শ্ব চরিত্রে) তারিক আনাম খান (দেশা: দ্য লিডার), অভিনেতা ফেরদৌস (এক কাপ চা), অভিনেত্রী মাহিয়া মাহি (দেশা: দ্য লিডার)। ২০১৫ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র পদ্ম পাতার জল, পরিচালক মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন), সংগীত পরিচালক শওকত আলী ইমন (ব্ল্যাক মানি), গায়ক আসিফ আকবর (পদ্ম পাতার জল), গায়িকা এলিটা করিম (পদ্ম পাতার জল), চলচ্চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল), অভিনেতা (পার্শ্ব চরিত্রে) সাদেক বাচ্চু (লাভ ম্যারেজ), অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে ) জ্যোতিকা জ্যোতি (অনিল বাগচীর একদিন), অভিনেতা আরেফিন শুভ (ছুঁয়ে দিলে মন), অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম (পদ্ম পাতার জল)। ২০১৬ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র অজ্ঞাতনামা, পরিচালক তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা), সংগীত পরিচালক পিন্টু ঘোষ (অজ্ঞাতনামা), গায়ক ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা), গায়িকা সিঁথি সাহা (ভোলাত যায় না তারে), চলচ্চিত্রগ্রাহক রাশেদ জামান চৌধুরী (আয়নাবাজি), অভিনেতা (পার্শ্ব চরিত্রে) ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা), অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে) মৌসুমী হামিদ (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২), অভিনেতা চঞ্চল চৌধুরী (আয়নাবাজি), অভিনেত্রী নাবিলা (আয়নাবাজি), জুরি বোর্ডের বিশেষ পুরস্কার কুমার বিশ্বজিৎ(সংগীত শিল্পী ও সংগীত পরিচালক-সারাংশে তুমি)। ২০১৭ বিজয়ী শ্রেষ্ঠ
চলচ্চিত্র রাজনীতি ও ঢাকা অ্যাটাক, পরিচালক হাসিবুর রেজা কল্লোল (সত্তা), সংগীত পরিচালক বাপ্পা মজুমদার (সত্তা), গায়ক জেমস (সত্তা), গায়িকা মমতাজ (সত্তা), চলচ্চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু (রাজনীতি), অভিনেতা (পার্শ্ব চরিত্রে) আনিসুর রহমান মিলন (রাজনীতি), অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে) রুনা খান (হালদা), অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে) নাসরিন (সত্তা), অভিনেতা শাকিব খান
(সত্তা), অভিনেত্রী তিশা (হালদা), অভিনেত্রী অপু বিশ্বাস (রাজনীতি)। ২০১৮ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র দেবী, পরিচালক অনম বিশ্বাস (দেবী), গায়ক ইমরান (নায়ক), গায়িকা আঁখি আলমগীর (একটি সিনেমার গল্প), চলচিত্রগ্রাহক সাইফুল শাহীন (পোড়ামন-২), অভিনেতা (পার্শ্ব চরিত্রে) মিশা সওদাগর (জান্নাত), অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে) শবনম ফারিয়া (দেবী), অভিনেতা সিয়াম (দহন), অভিনেত্রী জয়া আহসান (দেবী)। জুরি বোর্ডের বিশেষ পুরস্কার পুজা চেরী (নবাগত নায়িকা)।