শেষের পাতা

৭ বছরেও ফেরেননি সিলেটের ছাত্রদল নেতা দিনার-জুনেদ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৬ এপ্রিল ২০১৯, শনিবার, ৯:১৪ পূর্বাহ্ন

পলাতক থেকে ‘গুম’। ৭ বছরেও ফেরেননি সিলেটের দিনার। সঙ্গে তার বন্ধু জুনেদও। দুই জনের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। তাদের আশা ফিরে আসবেন দিনার-জুনেদ। এখনো তাদের অন্তহীন অপেক্ষা। সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার। ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদকও। সিলেটের রাজপথের পরিচিত মুখ ছিলেন তিনি। ২০১২ সালের ৩রা এপ্রিল ঢাকা থেকে দিনার গুম হন। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক ছাত্রদল নেতা জুনেদ আহমদ। ওই বছর সিলেট নগরীর উপশহরে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে খুন হন মাহমুদ হোসেন শওকত নামের এক ছাত্রদল নেতা। এই ঘটনায় আলোচিত হন ইফতেখার আহমদ দিনার। মামলার ভয়ে প্রকাশ্য থেকে অন্তরালে চলে যান তিনি। সিলেট ছেড়ে পালিয়ে যান ঢাকায়। আর ওই দিন ঢাকার উত্তরা থেকে বন্ধুসহ গুম হন দিনার। সেই থেকে দিনার নিখোঁজ। পরিবার প্রথমে দোষারোপ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও দিনারের খোঁজ পায়নি। এখনো পরিবার মনে করে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হলে দিনার ও তার বন্ধু জুনেদকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়া সম্ভব। পরিবারের সদস্যরা জানিয়েছেন, জাতীয়তাবাদী আন্দোলন দমিয়ে রাখতে ঢাকার উত্তরা থেকে সরকারের মদতপুষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রদল নেতা জুনেদসহ গুম করে ইফতেখার আহমদ দিনারকে। এ ঘটনার ৭ বছর অতিবাহিত হলেও কোনো খোঁজ মেলেনি দিনারের। পরিবারের দাবি সরকার যদি আন্তরিক থাকতো তবে অনেক আগেই দিনারের সন্ধান পাওয়া যেত। দিনারের ১৭ বছর বয়সি ছেলে রাইয়ান আর ১৪ বছর বয়সি মেয়ে মাইশা দীর্ঘ ৭ বছর বাবার আদর ছাড়া। আর পরিবারের বড় সন্তানকে হারিয়ে শোকে পাথর দিনারের মা-বাবা। তাদের মৃত্যুর আগে একবারের জন্য হলেও সন্তানকে দেখতে চান। ইফতেখার আহমদ দিনারের বোন তাহসীন শারমিন তামান্না জানান, ‘দিনার ছিল আমার বন্ধুর মতো। একসঙ্গে লেখাপড়া করেছি। প্রিয় ভাইটিকে হারিয়ে পরিবার দিশাহারা হয়ে পড়েছে।

দিনারের খোঁজে সরকারের সব মহলে ধরনা দিয়েছি। তারা চাইলেই আমরা আমাদের ভাইকে ফিরে পেতাম। কিন্তু তারা ‘ইচ্ছাকৃতভাবেই’ আমাদের কোনো সহযোগিতা করছে না।’ এদিকে, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার এবং ছাত্রদল নেতা জুনেদ আহমদের সন্ধান কামনায় ছাত্রসন্ধান পরিষদের যৌথ উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাবেক সংসদ সদস্য এম ইলিয়াছ আলী ও তার ড্রাইভার আনসার আলীর সন্ধান কামনা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক ও দিনার সন্ধান পরিষদের আহ্বায়ক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, নিখোঁজ দিনারের মামা সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, মহানগর বিএনপি সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা সদস্য আব্দুস সামাদ তুহেল, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি বেলায়েত হোসেন  মোহন, ইসলাম উদ্দিন, কয়ছর আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও দিনার সন্ধান ছাত্র পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান নেছার, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status