দেশ বিদেশ

গাইবান্ধার ৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে

স্টাফ রিপোর্টার

২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৯:৩৪ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধে গাইবান্ধার ৯ জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। একাত্তরের ১০ই মে থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত তারা এ অপরাধ সংঘটন করেন। এসব অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে। সোমবার রাজধানীর ধানমণ্ডির কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক মো. আবদুল হান্নান খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। তিনটি ভলিয়মে ১৮১ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন তিনি। প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ প্রকাশ করা হয়। এতে বলা হয় একাত্তরের ১০ই মে থেকে ৮ই অক্টোবর পর্যন্ত আসামিরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন কাটাবাড়ী ইউনিয়নের ১০ নং কাটাবাড়ী ও ৭ নং কাটাবাড়ী গ্রাম এবং মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর ও বালুয়া গ্রামে আসামিরা মানবতাবিরোধী অপরাধ সংঘটন করে।  ২০১৮ সালের ৩০শে জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত মামলার তদন্ত চলে। তদন্তে মোট ২৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status