দেশ বিদেশ

অর্থ আত্মসাৎ

সোনালী ব্যাংকের ১২ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার

২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৯:৩৩ পূর্বাহ্ন

সোনালী ব্যাংকের ৩৮ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক জিএম ও ডিজিএমসহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মুজিবুর রহমান ও ইকবাল হোসেনের তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই করে কমিশন ওই ১২ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করে। এর আগে ২০১৭ সালের ১৩ই ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলাটি করা হয়। মামলা নং-২৯।  অনুমোদিত চার্জশিটে এজাহারভুক্ত আসামিদের মধ্যে যাদের নাম রয়েছে তারা হলেন, মেসার্স ফেয়ার কেমিক্যালস (প্রা.) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুল ইসলাম, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির পরিচালক ফাতেমা ইসলাম, লালবাগের বাকের হোসেন, জামির হোসেন, মোসা. জরিনা আক্তার ও ওমর ফারুক। আর তদন্তে আগতদের মধ্যে চার্জশিটে যাদের নাম রয়েছে তারা হলেন, সোনালী ব্যাংক লি. এর মতিঝিলের লোকাল অফিসের সাবেক জিএম ও শাখা ব্যবস্থাপক শওকত আলী, একই শাখার সাবেক ডিজিএম আব্দুল কাদির খান, ওই শাখার সাবেক গোডাউন কিপার কাম ক্লার্ক, বর্তমানে অফিসার কৃষিভিত্তিক প্রকল্প অর্থায়ন বিভাগের অফিসার আব্দুল মতিন, মেসার্স ফেয়ার কেমিক্যালস (প্রা.) লিঃ এর সাবেক গোডাউন চৌকিদার বর্তমানে সোনালী ব্যাংকের প্রধান শাখার সাপোর্টিং সাব স্টাফ মো. সরওয়ার্দি, মো. কালিয়াকৈর সাব রেজিস্ট্রি  অফিস এর দলিল লেখক সানোয়ার হোসেন ও গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকার আঃ ওহাব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status