দেশ বিদেশ

বিক্ষোভে উত্তাল কমলগঞ্জ শিক্ষার্থীদের আলটিমেটাম

সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে

২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৯:২৭ পূর্বাহ্ন

কমলগঞ্জে সিএনজি চাপা দিয়ে মৌলভীবাজার সরকারি কলেজের মেধাবী ছাত্র সুমনকে ‘হত্যার’ ঘটনায় ক্ষোভে উত্তাল শান্তির জনপদ কমলগঞ্জ। নিহত সুমনের সহপাঠীসহ কমলগঞ্জের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সোমবার বেলা ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় অবস্থান করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অভিভাবক, ব্যবসায়ীরা অংশ নেয়ায় বিক্ষোভ মিছিল চৌমুহনা চত্বরের চারপাশে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ মিছিল থেকে ঘাতক সিএনজি চালককে আটকের জন্য পুলিশ প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। এই সময়ের মধ্যে ঘাতক সিএনজি চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘাতক চালককে আটক করতে পুলিশ প্রশাসন ব্যর্থ হলে লাগাতার সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচির হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধনের এ আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নিয়ে বিক্ষোভের কারণে কমলগঞ্জ-শ্রীমঙ্গল ও কমলগঞ্জ-মৌলভীবাজারের সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ওই সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে ছিলেন যাত্রীসাধারণ। দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে ঘাতক চালককে আটকপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। পরে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে গেলে দেড় ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানাজায় মানুষের ঢল: এদিকে গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নিহত কলেজ ছাত্র সুমনের প্রথম জানাযার নামাজে মানুষের ঢল নামে। জানাযায় কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান,অধ্যাপক নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন,কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিদ্দেক আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, সাবেক পৌর মেয়র হাছিন আফরোজ চৌধূরীসহ  সুমনের সহপাঠি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। পরে পৌর এলাকার করিমপুর জামে মসজিদ ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযার নামাজ শেষে করিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলা সদরে দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা চাপায় গুরুতর আহত হয় কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের বাবুল মিয়ার ছেলে মৌলভীবাজার সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র সুমন মিয়া (২৫)। গুরুতর আহত অবস্থায় কলেজছাত্র সুমনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মেধাবী শিক্ষার্থী সুমন। পরে পুলিশ নিহত সুমনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কলেজছাত্র সুমনের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোববার বিকাল ৩টার দিকে নিহত সুমনের সহপাঠীসহ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কমলগঞ্জ উপজেলা ময়না চত্বরে সড়ক অবরোধ করে। সুমনের ঘাতক সিএনজিসহ চালককে আটকের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল ও কমলগঞ্জ-মৌলভীবাজার সড়ক যোগাযোগ বন্ধ হলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে এবং কলেজছাত্র সুমন হত্যার বিচারের দাবিতে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়না চত্বর এলাকায় মানববন্ধন করে। এ ঘটনায় রোববার দিবাগত রাতে নিহত সুমনের বাবা বাবুল মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন বলে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status