বাংলারজমিন

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়

ওসি-এসআইসহ ৯ জনের বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম থেকে

২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৯:১২ পূর্বাহ্ন

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ওসি, এসআই এএসআই ও ৩ মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা  করেছেন নুরুল আবছার নামে এক ব্যবসায়ী। সোমবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা ও বিশেষ জজ মোহাম্মদ আকবর হোসেন মৃধার আদালতে এই মামলা করা হয়। বাদীর আইনজীবী মোহাম্মদ মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পতেঙ্গা থানার ওসি ব্যবসায়ী নুরুল আবছারকে থানায় ডেকে নিয়ে প্রথমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। থানায় পুলিশ হেফাজতে তিন দিন আটকে রেখে নির্যাতন চালায়। প্রাণে বাঁচতে তিনি পুলিশকে ১৫ লাখ টাকা দেন। বাকি ১৫ লাখ না পেয়ে তাকে বিশেষ ক্ষমতা আইনে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয়। এ মামলায় প্রায় দুই মাস জেল খেটে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হন তিনি। এরপর বিচার চেয়ে সোমবার সকালে আদালতে মামলা করেন। মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের পতেঙ্গা থানার সাবেক ওসি আবুল কাসেম ভূঁইয়া, এসআই প্রণয় প্রকাশ, এসআই (নিরস্ত্র) আবদুল মোমিন, এএসআই তরুণ কান্তি শর্মা, এএসআই কামরুজ্জামান ও এএসআই মিহির। আর তিন মাদক বিক্রেতা হলেন- ইলিয়াছ ওরফে গাভী ইলিয়াছ, মো. জসিম ও মো. নুরুল হুদা। এই বিষয়ে জানতে চাইলে পতেঙ্গা থানা হতে বদলি হয়ে পাঁচলাইশ থানায় আসা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, শুনেছি নুরুল আবছার নামে এক ব্যক্তি, যিনি বিশেষ মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন এবং অভিযোগপত্রেও তার নাম রয়েছে- তিনি একটি মামলা করেছেন। তবে অফিসিয়ালি এখনো আমরা বিষয়টি জানি না। যদি সত্যিই মামলা হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। তিনি বলেন, বিচারাধীন মামলার একজন আসামি যদি গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী অফিসার এবং তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে পারেন, তাহলে পুলিশের পক্ষে স্বাভাবিক কর্মকাণ্ড চালানোই কঠিন হয়ে পড়ে। আশা করি, আদালতের কাছে আমরা সুবিচার পাবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status