বাংলারজমিন

সিলেটে আটাবের দাবি মেনে নেয়ার আশ্বাস বিমানের, কর্মসূচি স্থগিত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৮:৪২ পূর্বাহ্ন

আটাবের দাবি মেনে নেয়ার আশ্বাস দিল বিমান কর্তৃপক্ষ। এতে করে আপাতত স্বস্তি ফিরেছে। কিন্তু কত দ্রুত বিমান কর্তৃপক্ষ এই আশ্বাস কার্যকর করে সেটির দিকে তাকিয়ে আছেন সিলেটের আটাবের নেতৃবৃন্দ। গতকাল আটাব নেতৃবৃন্দের ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি ও নগরীর মজুমদারিস্থ বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বিমানের কর্মকর্তারা আন্দোলনরত আটাব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে আটাব তাদের কর্মসূচি স্থগিত করেন। সকাল ১১টা থেকে বিমানের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনিয়ম ও অভিযোগ তুলে ধরে এর প্রতিকার দাবি করেন আটাব নেতৃবৃন্দসহ উপস্থিত বিভিন্ন ট্রাভেলস এজেন্টস, সংগঠন এবং প্রবাসী নেতৃবৃন্দ। দুপুর ১২টার দিকে মজুমদারীস্থ বাংলাদেশ বিমানের কার্যালয়ের কর্মকর্তাদের অনুরোধে আন্দোলনরত আটাব, মেট্রোপলিটন চেম্বার ও প্রবাসী নেতৃবৃন্দের নিয়ে বৈঠকে বসেন বাংলাদেশ বিমান সিলেট অফিসের ব্যবস্থাপক হেলাল উদ্দিন। দীর্ঘ ৩০ মিনিটের বৈঠকে তিনি আন্দোলনরত আটাব, মেট্রোপলিটন চেম্বার ও প্রবাসী নেতৃবৃন্দের অভিযোগ শুনেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সিলেটের যাত্রীদের সুবিধার্থে সকল দাবি দাওয়া মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন। কমন ভাড়ায় সিলেটের যাত্রীদের জন্য নির্দিষ্টসংখ্যক আসন বরাদ্দ রেখে সপ্তাহে একটি সিলেট-জেদ্দা-সিলেট ফ্লাইটের ব্যবস্থা করা ও সিলেটের যাত্রীদের জন্য ভাড়া বৈষম্য দূর করা, সিলেট-জেদ্দা-সিলেট, সিলেট-দুবাই-সিলেট, সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইটে সিলেটের প্রবাসীদের অগ্রাধিকার প্রদানসহ বেশ কয়েকটি দাবি নিয়ে বিমানের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় সিলেটের হজ্ব এজেন্সি ট্রালেভস সংগঠন আটাব। গত ৬ই মার্চ আটাব সিলেট জোনের পক্ষ থেকে বিমানের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। ওইদিন সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান সিলেটের যাত্রীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে আসছে। বিমানের যাত্রীর প্রায় ৮০ ভাগই সিলেটের প্রবাসী হলেও তাদেরকে মানসম্মত সেবা দেয়া দূরে থাক, উল্টো হয়রানি করে আসছে লাল-সবুজের পতাকাবাহী বিমান। আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল জানান, ‘আমরা সিলেটের যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের দাবিগুলো নিয়ে বিমান বাংলাদেশের বিরুদ্ধে যে কর্মসূচি হাতে নিয়েছিলাম তা বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের আশ্বাসে মুলতবি ঘোষণা করা হলো।’ সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হাসিন আহমদ জানান, এ আন্দোলন বা দাবিসমূহ শুধু আটাবের নয় বরং গোটা সিলেটবাসীর। দাবি আদায় না হলে মেট্রোপলিটন চেম্বারও আন্দোলনে মাঠে নামবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status