বাংলারজমিন

সাদুল্যাপুরে মুক্তিযোদ্ধার নামে ব্রিজ উদ্বোধন

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৮:৪২ পূর্বাহ্ন

গাইবান্ধার খোর্দ্দ মুজাহিদপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেনের নামে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২৫ লাখ ৭৪ হাজার ৬৭৯ টাকা ব্যয়ে ওই ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধন করেন, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী সামিম। উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান মনির জানান, খোর্দ্দ মুজাহিদপুর গ্রামের সঙ্গে সাদুল্যাপুর-ঠুঠিয়াপাকুর পাকা সড়কের যোগাযোগের জন্য দীর্ঘদিন থেকে খালের ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি ছিল মুক্তিযোদ্ধাসসহ স্থানীয় জনগণের। এই ব্রিজ নির্মাণের ফলে কেটে যাবে সাধারণ মানুষ ভোগান্তি। ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, খোর্দ্দ মুজাহিদপুরের কয়েক হাজার বসবাসকারী জনসাধারণের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে তিনি আশা করেন। ৩২ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রশস্ত বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেনের নামে ব্রিজটি নির্মাণ উদ্বোধন কাজে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক আতাউর রহমান, প্রধান শিক্ষক হায়দার আলী ও সহকারী শিক্ষক মজনু মণ্ডল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status