বাংলারজমিন

কটিয়াদিতে নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৮:৪১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে সোমবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন এর পদত্যাগ চাইলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তানিয়া সুলতানা হ্যাপী। তিনি যথাসম্ভব দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, রোববার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে প্রথমে অভিযুক্ত কেন্দ্রগুলো স্থগিত করা হয়। ঠিক অল্প সময়ের ব্যবধানে শান্তিপূর্ণ ভাবে চলমান সকল কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি বলেন, গুজবের ভিত্তিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাই। ৮৯টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রের ভোট স্থগিত হয়। অন্যান্য কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলমান ছিল। স্ট্রাইকিং ফোর্স থাকা সত্ত্বেও তাদের কাছে কোনো অভিযোগ না দিয়ে সকাল ১০টায় সকল কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ভোট স্থগিতের সংবাদ পেয়ে এক বিদ্রোহী প্রার্থীর লোকজন যেভাবে জাতির জনকের ছবি সম্বলিত সংসদ সদস্যের পোস্টার বিলবোর্ড ভাঙচুর করেছে তা অত্যন্ত দুঃখজনক।  তারা এর তীব্র নিন্দা জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status