বাংলারজমিন

শারপিন টিলায় চাঁদাবাজি নিয়ে উত্তেজনা, পুলিশের উপর হামলা, অবরোধ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৮:৪১ পূর্বাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জের শারপিন টিলায় লিজ গ্রহীতা দাবিদার মোহাম্মদ আলীর উপর হামলার ঘটনায় থানা সদরে তুলকালাম কাণ্ড হয়েছে। যানবাহন আটকিয়ে পাড়ুয়ার লোকজনকে খুঁজে বেরিয়েছে জিয়াদ আলীর পক্ষের লোকজন। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে তাদের উপরও হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন- শারপিন টিলার লিজ গ্রহিতা দাবি করে মোহাম্মদ আলী অবাধে পাথর উত্তোলন ও প্রতিটি ট্রাক্টর থেকে ৫০০ টাকা হারে চাঁদাবাজি করে আসছিলো। সোমবার বিকেলে পাড়ুয়া এলাকার উপজেলা চেয়ারম্যানের পক্ষের হুমায়ূনসহ কয়েকজন ব্যক্তি এ সময় চাঁদাবাজিতে নিষেধ করেন। এতে মোহাম্মদ আলী তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে তারা পিঠিয়ে মোহাম্মদ আলীকে জখম করে। এ ঘটনার খবর থানা সদর ও কাঠালবাড়ি এলাকায় পৌঁছামাত্র স্থানীয়রা থানা সদরে ব্যারিকেড দেয়। এক পর্যায়ে তারা যানবাহন থামিয়ে পাড়ুয়ার লোকজনকে খুঁজতে থাকে। এ সময় পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে গেলে পুলিশের উপর হামলা চালানো হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত জসিম উদ্দিন। এ কারণে প্রায় এক ঘণ্টা সিলেট- কোম্পানীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। এদিকে- শেষ খবরে জানা গেছে- পাড়ুয়া ও থানা সদরের লোকজন মুখোমুখি অবস্থানে রয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status