বাংলারজমিন

বিএনপি নেতাসহ ১২ কাউন্সিলরের আওয়ামী লীগে যোগদান

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৫ মার্চ ২০১৯, সোমবার, ৯:২৪ পূর্বাহ্ন

দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করলেন খুলনা ও বাগেরহাটের সংসদ সদস্যরা। এদের মধ্যে প্রতিমন্ত্রী, হুইপ, মেয়র,  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও  জেলা পরিষদ চেয়ারম্যানও ছিলেন। রোববার বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা মহানগর আওয়ামী লীগসহ ১৪ দলের উদ্যোগে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ অঙ্গীকার করেন। এ অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের বিএনপির বহিষ্কৃত নেতাসহ ১১ জন কাউন্সিলর ও একজন সংরক্ষিত আসনের কাউন্সিলর আওয়ামী লীগে যোগদান করেছেন।  খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, আকতারুজ্জামান বাবু ও এডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ। এ অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদানকৃতরা হলেন- ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মাহমুদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. ডালিম হাওলাদার, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনিছুর রহমান বিশ্বাষ, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. গাউসুল আযম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. গোলাম মাওলা শানু, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু এবং সংরক্ষিত-১ আসনের কাউন্সিলর মনিরা আক্তার। এ ছাড়া ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ ইউনুচ আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ গাউস হোসেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেন পিয়াস, ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি লুৎফর রহমান, বিএনপি’র সহ-সভাপতি মুজিবুর রহমান, হাজী মালেক কলেজের প্রতিষ্ঠাতার দুই ছেলে নূরুল আলম ও কামাল হোসেন, মিল মালিক সমিতির সভাপতি ব্যবসায়ী মোস্তফা কামালসহ শতাধিক নেতাকর্মী যোগদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status