বিনোদন
চলচ্চিত্র পরিচালক শাহেদ চৌধুরী আর নেই
স্টাফ রিপোর্টার
২০১৯-০৩-১৭
চলচ্চিত্র পরিচালক শাহেদ চৌধুরী আর নেই। রোববার বিকাল ৫ টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা। তিনি বলেন, হঠাৎই অসুস্থ হন তিনি। এরপর হার্ট অ্যাটাক হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু ডাক্তার অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। শাহেদ চৌধুরী পরিচালক সমিতির সদস্য ছিলেন। পরিচালক হিসেবে দর্শকদের ‘খল নায়িকা’, ‘টেনশন’, ‘টাফ অপারেশন’, ‘হাই রিস্ক’, ‘ভালো হতে চাই’, ‘আড়াল’সহ বেশকিছু ছবি উপহার দিয়েছেন।