বিনোদন

আলাপন

‘এর মাধ্যমে তারা এক ঢিলে দুই পাখি মারছে’

ফয়সাল রাব্বিকীন

২৮ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

দেশের সংগীতাঙ্গনে এ সময়ে বেশ নিয়মিত জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবর। শুধু তাই নয়, সর্বাধিক সংখ্যক গান বেশ উচ্চ সম্মানিতে প্রকাশ হচ্ছে তার। গানের এই খরার সময়েও গত বছর ১০০টি গান প্রকাশ করেছেন এ গায়ক। বিভিন্ন কোম্পানি থেকে প্রকাশিত এ গানগুলো সফলতার দিক দিয়েও ছিল এগিয়ে। গত বছরের ধারাবাহিকতা এ বছরও অব্যাহত রয়েছে। এরইমধ্যে বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে তার। এর মধ্যে ‘চুপচাপ কষ্টগুলো’ গানটির মাধ্যমে বেশ ভালো সাড়া পাচ্ছেন আসিফ। ১৮ বছর পর এ গানটির মাধ্যমে একত্রে কাজ করলেন এ তারকা ও তার ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত সংগীত পরিচালক ইথুন বাবু। ধ্রুব মিউজিক ষ্টেশন থেকে প্রকাশ পাওয়া এ গানটিতে আসিফের সঙ্গে পারফর্ম করেছেন এভ্রিল। ভিডিওটি নির্মাণ করেছেন ইথুন বাবু। সব মিলিয়ে কেমন চলছে আসিফ আকবরের বর্তমান দিনকাল? উত্তরে এ শিল্পী বলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে।

তবে সময় যে কিভাবে যাচ্ছে বলতে পারব না। কারণ টানা রেকর্ডিং ও শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। অবসর এখন আমার কাছে পূর্ণিমার চাঁদ হয়ে গেছে। আমিও কাজ করে যাচ্ছি শ্রোতাদের জন্য। যেহেতু আমি তাদের জন্যই আজকের আসিফ। তাই তাদের জন্য কাজ করে যেতে হবে। আর কাজের মধ্যে থাকলে আমার মনÑশরীরও ভালো থাকে। টানা এত বছর ধরে একই রকম গতিতে কাজ করছেন। এই সময়ে এসে আবার মিউজিক ভিডিওতেও আপনার পারফরমেন্স প্রশংসিত হচ্ছে। এক এক ভিডিওতে আপনাকে এক এক রূপে দেখছেন দর্শক। এর রহস্য কি? আসিফ হেসে বলেন, রহস্য নেই। শুধু আমি আমার কাজ করে যাচ্ছি। অনেক গান রেকর্ড করেছি, সামনেও অনেক গান আসবে। আর মিউজিক ভিডিওর ঘটনাটা একটু অন্যরকম। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান চাচ্ছে যেন আমিই আমার গানে পারফর্ম করি। এর মাধ্যমে তারা এক ঢিলে দুই পাখি মারছে।

আমাকে দিয়ে গানও করাচ্ছে আবার ভিডিওর কাজটাও চালিয়ে নিচ্ছে। আমিও তাদের অনুরোধ রাখছি। আর আমার ভক্তদের কাছ থেকে সাড়াটাও দুর্দান্ত পাচ্ছি। সেটা না হলে কিন্তু করতামই না। সব মিলিয়ে আমিও বিষয়টি খুব উপভোগ করছি। ১৮ বছর পর ইথুন বাবুর সঙ্গে কাজ করলেন? অভিজ্ঞতা কেমন? আসিফ বলেন, ‘চুপচাপ কষ্টগুলো’র মাধ্যমে আবার এক হলাম। ইথুন বাবু আমার বড় ভাই। আমাকে অত্যন্ত ¯েœহ করেন। আমার ক্যারিয়ারে তার অবদান অনেক। কারণ আমার প্রথম অ্যালবাম ‘ও প্রিয় তুমি কোথায়’ তার করা ছিল। তিনি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তবে মধ্যে বড় একটা সময় আমাদের মাঝে অভিমানের পাহাড় জমে ছিল। যার ফলে দূরত্ব তৈরি হয়েছিল। তবে এখন আর তা নেই। আমরা আবার একসঙ্গে কাজ করছি।

নতুন এ গানের মাধ্যমে আবার আমাদের জুটিটাকে পাচ্ছেন শ্রোতা-দর্শক। গানটির সঙ্গে যারা জড়িত সবাই তাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছে। আমি নিজেও অ্যাকশন লুকে হাজির হয়েছি। সব মিলিয়ে এ অভিজ্ঞতাটা দারুণ। চলতি সময়ে সংগীতের অবস্থা কেমন মনে হচ্ছে? আসিফ বলেন, আমার দিক থেকেতো সংগীতের অবস্থা সুপার। সার্বিক পরিস্থিতি হয়তো অন্যরকম। তবে প্রতিকূল অবস্থায়ও যুদ্ধ করে যেতে হবে। আমি হেরে যাওয়ার খেলোয়ার নই। সব ধরনের পরিস্থিতিতে যুদ্ধ করে গেছি। এখনো করছি। অবস্থা যেমনই হোক না কেন কাজ চালিয়ে যেতে হবে। কাজ যে বন্ধ করবে সে পিছিয়ে যাবে। আর যে নিয়মিত হবে, সে এগিয়ে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status