বিনোদন
শুরু হচ্ছে ৮ম ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
স্টাফ রিপোর্টার
২০১৯-০২-১১
প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ঢেঁকি প্রযোজনার আয়োজনে এবার হতে যাচ্ছে উৎসবটির অষ্টম আসর। আগামীকাল বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধনীর মধ্য দিয়ে শুরু হবে উৎসবের মূল আনুষ্ঠানিকতা।‘ছবি কথা বলে’ স্লোগানে এবারের আসরে প্রদর্শন হবে ১২টি দেশের ৩০টি চলচ্চিত্র। যার মধ্য থেকে একটি চলচ্চিত্রকে ‘গোল্ডেন ঢেঁকি’ পুরস্কার দেয়া হবে। যার জন্য সম্মানী হিসেবে রয়েছে নগদ অর্থ ও সার্টিফিকেট। উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, এমপি। বিশেষ অতিথি থাকবেন ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর ড. সায়েদ মেহেদী হোসেনী। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এবং ঢেঁকি প্রযোজনার কর্ণধার ও উৎসব আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উৎসব উদযাপন কমিটির পরিচালক মো. ইমদাদুল হক খোকন।