বিনোদন
তিন সিনেমায় এলিনা শাম্মী
স্টাফ রিপোর্টার
২০১৯-০২-০৬
গুণী নির্মাতা শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’ চলচ্চিত্রে প্রথম কাজ করেন উপস্থাপিকা ও অভিনেত্রী এলিনা শাম্মী। এরপর আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন। সামনে তিনটি চলচ্চিত্র নিয়ে হাজির হবেন এলিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশ টিভিতে ‘দূরপাঠ’ নামে একটি লাইভ শো দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু আমার। এরপর দেশের বেশকিছু চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করার পাশাপাশি বর্তমানে টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছি। সামনে অরণ্য পলাশের ‘গন্তব্য’, সাব্বির আহমেদের ‘লোনী’ এবং আশরাফ শিশিরের ‘আমরা একটা সিনেমা বানাবো’ নামের চলচ্চিত্রগুলো মুক্তি পাবে। তিনটি চলচ্চিত্রে আমাকে তিন রূপে দর্শকরা দেখতে পাবেন। আমি এ চলচ্চিত্রগুলো নিয়ে আশাবাদী। এদিকে, টেলিকম প্রতিষ্ঠান রবির একটি বিজ্ঞাপনে কাজ করে প্রশংসা পান এলিনা। বর্তমানে এলিনা শাম্মী অভিনীত সাজ্জাদ হোসেন দোদুলের ‘ছায়াবিবি’ এবং বিটিভিতে ‘লকেট’ নামের দুটি ধারাবাহিক প্রচার হচ্ছে। এছাড়া নতুন আরো কিছু নাটক ও টেলিছবিতে বর্তমানে কাজ করছেন বলেও জানান তিনি।