বিনোদন
চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা আওলাদ হোসেন চাকলাদার
স্টাফ রিপোর্টার
২০১৯-০২-০৫
বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র পরিচালক-প্রযোজক আওলাদ হোসেন চাকলাদার (৬৮) আর নেই। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানান, আওলাদ হোসেন চাকলাদারের ফুসফুসে পানি জমেছিল। দেশ ও দেশের বাইরে তিনি চিকিৎসা নিয়েছেন। তবে, তেমন অগ্রগতি হয়নি। রাজধানীর বারডেম হাসপাতালেও বহুদিন ভর্তি ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ছেড়ে চলে গেলেন। তার মৃত্যুতে পরিচালক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তিনি আরো জানান, রাজধানীর ওয়ারী জামে মসজিদে আজ বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হবে। আওলাদ হোসেন চাকলাদার দুই ছেলে ও এক মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আওলাদ হোসেন পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা ‘নাগ নর্তকী’। এ ছাড়া তিনি ‘দিন মজুর’, ‘প্রেমিক’ ও ‘যোগাযোগ’ নামের বেশ কয়কেটি ছবি প্রযোজনা করেছেন।