বিনোদন
শঙ্কামুক্ত নির্মাতা বদরুল আনাম সৌদ
স্টাফ রিপোর্টার
২০১৯-০২-০৩
নির্মাতা বদরুল আনাম সৌদ বর্তমানে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে রাজধানীর পপুলার হাসপাতালে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তাকে নেয়া হয়। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার স্ত্রী ও গুনী অভিনেত্রী সূবর্ণা মুস্তাফা বলেন, বর্তমানে সৌদ সুস্থ আছে। তার হার্টে ব্লক ধরা পড়লেও ডাক্তার বলেছেন শঙ্কামুক্ত। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. বদিউজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এই নির্মাতা। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু, কচি খন্দকার, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, সাজু খাদেম, সাজ্জাদ সনি, পিকলু চৌধুরীসহ অনেকেই হাসপাতালে সৌদকে দেখতে এসেছেন।