খেলা

জোড়া সেঞ্চুরিতে উজ্জ্বল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

২ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যানবেরা টেস্টের প্রথম দিনেই রানপাহাড়ে চড়ে বসেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দুই অসি ব্যাটসম্যান জো বার্নস এবং ট্রাভিস হেডের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে প্রথমদিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৩৮৪ রান। ফার্নেদোর বলে হেড ১৬১ রান করে আউট হয়ে গেলেও দিন শেষে ১৭২ রানে অপরাজিত থাকেন বার্নস। শেষ চার মাসে ঘরের মাঠে মোট পাঁচটি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। তবে এই পাঁচ টেস্টে একবারও সেঞ্চুরির দেখা পাননি কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। সর্বশেষ এমনটা হয়েছিল ১৮৮২ সালে। সেবার ন্যূনতম তিনটি টেস্ট খেলে সেঞ্চুরির দেখা পায়নি কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। তবে বার্নস এবং ট্রাভিস এই সেঞ্চুরি খরা কাটিয়ে দিয়েছেন। মানুকা ওভালে টসের সময় অদ্ভুত এক কাণ্ড করে বসেন অসি অধিনায়ক টিম পেইন। এর আগের টানা তিন টেস্টে ডান হাতে কয়েন ছুড়ে টস জিততে ব্যর্থ হন টিম পেইন। এই ম্যাচে বাম হাতে কয়েন ছুড়ে টসে জেতেন অজি অধিনায়ক। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পেইন। তবে  শুরুটা মোটেও ভালো ছিল না অজিদের। স্কোরবোর্ডে মাত্র ২৮ রানে তুলতেই ৩ উইকেট  হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ওপেনার মার্কাস হ্যারিস ১১, উসমান খাজা ০ এবং মার্নাস লাবুচানে ৬ রান করে সাজঘরে ফেরেন। তবে চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ৩০৮ রানের জুটি গড়েন হেড-বার্নস। প্রায় দেড় বছর পর তিনশতাধিক রানের জুটির দেখা পেলো অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া হেড সাজঘরে ফেরেন দিনের খেলার ঘণ্টাখানিক বাকি থাকতে। আউট হওয়ার আগে ২০৪ বলে ২১ চার ও ১ ছক্কার মারে ১৬১ রান করেন তিনি। হেড ফিরে গেলেও ছয় নম্বরে নামা কার্টিস প্যাটারসনকে নিয়ে প্রথম দিন শেষ করেন বার্নস।  সেই সঙ্গে ছাড়িয়ে যান নিজের আগের সর্বোচ্চ ১৭০ রানের ইনিংসকে। শ্রীলঙ্কার পক্ষে ৩ উইকেট নেন বিশ্ব ফার্নান্দো, এক উইকেট পান লঙ্কান অভিষিক্ত পেসার চামিকা করুণারত্নে। অস্ট্রেলিয়ার  বিপক্ষে দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্টে  ইনিংস ও ৪০ রানে হার দেখেছে শ্রীলঙ্কা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status